শেরপুর নিউজ ডেস্ক:
সিলেটের গোয়াইনঘাটের হাটবাজারে উঠতে শুরু করেছে গ্রীষ্মের ফল তরমুজ। ছোট- বড় বিভিন্ন আকারের তরমুজে সয়লাব হাটবাজারগুলো। চাষিরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার তরমুজের ভালো ফলন হয়েছে । সেই সঙ্গে সামনে রমজান মাস থাকায় ভালো দাম পাওয়া যাবে।
সরেজমিনে সারীঘাট দক্ষিণ পাড় বাজার ঘুরে দেখা যায়, সিলেট তামাবিল মহাসড়কের দুই পাশে সারিবদ্ধভাবে রাখা হয়েছে তরমুজের স্তূপ। এগুলো গোয়াইনঘাট উপজেলা এবং জৈন্তাপুর উপজেলার বিভিন্ন হাওর এলাকা থেকে এনে স্তূপ আকারে সারিবদ্ধভাবে বিক্রির জন্য রাখা হয়েছে।
তরমুজ চাষিরা জানান, বেশ কয়েক বছর ধরেই তারা জমিতে ফলানো তরমুজ বিক্রির জন্য এখানে নিয়ে আসেন। ক্রেতারাও ভিড় করেন তরমুজ কিনতে। ফাল্গুন ও চৈত্রের তপ্ত গরমে পিপাসা মেটানোর জন্যই ক্রেতাদের ভিড় জমে মিনি তরমুজ হাটে। বড় বড় তরমুজের মূল্য ধরা হয়েছে ৫০০ টাকা পর্যন্ত । তবে ছোট তরমুজ পাওয়া যায় ১০০ টাকায়ও।
এত দামে ক্রেতারা তরমুজ কেনেন? এমন প্রশ্নের জবাবে তরমুজ চাষি আবুল হোসেন জানান, তরমুজের আকৃতি দেখে দাম শুনে কেউ ফিরে যায় না। কম করে হলেও তারা অন্তত একটি তরমুজ নিয়ে যান। তিনি আরও জানান, আগামী এক মাস থেকে দেড়মাস এ দামেই তরমুজ বিক্রি করা যাবে। এরপর মৌসুমের ভাটা পড়বে তাই বিক্রিও অনেক কমে যাবে।
উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মনজুর আহমদ জানান, উপজেলার সবকটি ইউনিয়ন মিলিয়ে প্রায় ৪৬৫ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। এর মধ্যে পূর্ব আলীরগাঁও ইউনিয়নেই আবাদ হয়েছে ২৯০ হেক্টর জমিতে। উপজেলার একাধিক হাওর, বিলের পার, নদীর তীর ও ধানক্ষেতের মাঠে প্রচুর তরমুজ চাষ করেছেন কৃষকরা। তিনি জানান, প্রতি বছর অক্টোবর-নভেম্বর মাস থেকে কৃষকরা তরমুজ চাষাবাদ শুরু করেন এবং জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ের দিকে তরমুজ কাটা শুরু করেন। বিক্রি চলে ফেব্রুয়ারি-মার্চ মাস পর্যন্ত।
মো. আব্দুল আহাদ, আব্দুর নূর, সানি আহমদসহ একাধিক চাষি জানান, বিঘাপ্রতি জমিতে তরমুজ চাষ করতে তাদের ব্যয় হয় ১৮/২০ হাজার টাকা। চাষের পরিচর্যা করেছেন প্রায় চার-পাঁচ মাস ধরে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে। ব্যবসায়ী আবুল হোসেন জানান, প্রতিদিন সারীঘাট দক্ষিণ পাড় বাজারে তরমুজ নিয়ে আসি। স্থানীয়রাসহ দূর-দূরান্ত থেকে ঘুরতে আসা পর্যটকরা এখান থেকে তরমুজ কিনে নিচ্ছেন।
এ বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রায়হান পারভেজ রনি জানান, উপজেলায় ৪৬৫ হেক্টর জমিতে এবার তরমুজ চাষাবাদ করা হয়েছে। প্রতি বিঘা জমি থেকে প্রায় ২/৫ লাখ টাকার তরমুজ বিক্রি করার চিন্তা রয়েছে কৃষকের। তিনি আরও বলেন, চাষাবাদ থেকে বিক্রয় পর্যন্ত চাষিদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।