সর্বশেষ সংবাদ
Home / অপরাধ জগত / শেরপুরে বিএনপি নেতা জাকারিয়া বাদলকে কুপিয়ে হত্যা

শেরপুরে বিএনপি নেতা জাকারিয়া বাদলকে কুপিয়ে হত্যা

শেরপুর নিউজ ডেস্ক: শেরপুর জেলা সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর সরকারি কলেজের সাবেক এজিএস জাকারিয়া বাদলকে (৪৭) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সদর উপজেলার ভীমগঞ্জ বাজার এলাকায় মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। তারা হলেন: একই এলাকার সোহাগ (৩৫) ও রাহুল।

জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার কামারিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লুৎফর রহমানের সঙ্গে সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকারিয়া বাদলের দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব চলছিল।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে জাকারিয়া বাদলসহ তিনজন মোটরসাইকেলে ভীমগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার সময় ওত পেতে থাকা নূরে আলম ও কৃষক লীগ নেতা লুৎফরের অনুসারীরা ধারালো অস্ত্র নিয়ে তাদের গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। এ সময় বাদলসহ তিনজনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় তারা।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর ২৫০ শয্যার জেলা হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বাদল ও সোহাগকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাতে অবস্থা আরও খারাপের দিকে গেলে বাদলকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করেন ডাক্তার। ঢাকা নেয়ার পথে উত্তরা এলাকায় পৌঁছলে বাদলের মৃত্যু হয়।

এর আগে এ ব্যাপারে শেরপুর পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জানান, এলাকায় যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ হামলাকারীদের ধরতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে।

Check Also

সন্ধ্যা থেকে সারা দেশে যৌথবাহিনীর টহল

শেরপুর নিউজ ডেস্ক: আজ সন্ধ্যা থেকে ঢাকাসহ সারা দেশের গুরুত্বপূর্ণ স্থানে যৌথবাহিনীর কম্বাইন্ড টহল চলবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + seven =

Contact Us