সর্বশেষ সংবাদ
Home / পড়াশোনা / খুবি ক্যাম্পাসে রাতে সাধারণ শিক্ষার্থীদের মশাল মিছিল

খুবি ক্যাম্পাসে রাতে সাধারণ শিক্ষার্থীদের মশাল মিছিল

শেরপুর নিউজ ডেস্ক:

 

সাম্প্রতিক ধর্ষণ, ছিনতাই, ডাকাতি ও সামগ্রিক জননিরাপত্তাহীনতার বিরুদ্ধে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মশাল মিছিল করেছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বর থেকে শুরু হয়ে মশাল মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

সাধারণ শিক্ষার্থীরা বলেন, দেশে একের পর এক ঘটে যাওয়া নৃশংস অপরাধ ও নিরাপত্তাহীন পরিস্থিতি সমাজের সব শ্রেণির মানুষকে উদ্বিগ্ন করে তুলেছে। তারা দাবি জানান, দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। অন্যথায় সাধারণ মানুষ আরও আতঙ্কের মধ্যে দিন কাটাতে বাধ্য হবে।

মিছিলে অংশগ্রহণকারীরা মশাল হাতে নিয়ে ‘ধর্ষকদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘ছিনতাইকারীর ঠিকানা এই বাংলায় হবে না’, ‘নিরাপত্তা চাই, নিরাপদ বাংলাদেশ চাই’, ‘ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই’, ‘ছিনতাই-ডাকাতি বন্ধ করো, বন্ধ করো, জননিরাপত্তা নিশ্চিত করো’ —এমন স্লোগান দেন। শিক্ষার্থীদের দাবি, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।

শিক্ষার্থীরা আরও বলেন, ‘নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। কিন্তু সাম্প্রতিক অপরাধ প্রবণতা আমাদের হতাশ করছে। আমরা চাই, সরকার ও প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নিক। অন্যথায় আমাদের আন্দোলন আরও বেগবান হবে।’

মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। শিক্ষার্থীদের এ প্রতিবাদী অবস্থান ক্যাম্পাসের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

Check Also

স্বতন্ত্র এবতেদায়ির কিছু শিক্ষক অবৈধ কাজে জড়িত

শেরপুর নিউজ ডেস্ক: জাতীয়করণের ঘোষণার পর স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসার কিছু শিক্ষক এমপিওভুক্তি, জাতীয়করণ করা এবং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + fourteen =

Contact Us