Home / দেশের খবর / শেরপুরে পাঁচ বছরের শিশুসহ দুই ধর্ষণ

শেরপুরে পাঁচ বছরের শিশুসহ দুই ধর্ষণ

শেরপুর নিউজ ডেস্ক: শেরপুরের নকলায় ২৪ ঘণ্টার ব্যবধানে পাঁচ বছরের এক শিশু ও ১৪ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের ঘটনা ঘটেছে।

ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধ ও কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে বৃদ্ধের নাম চান মিয়া ওরফে লছা মিয়া বলে জানা গেছে।

শিশুটির পরিবার জানায়, শনিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার পাইস্কা মধ্যপাড়া গ্রামে চান মিয়া শিশুটিকে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ির পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে যান। সেখানে শিশুটির ওপর যৌন নির্যাতন চালানো হয়।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করলে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে রোববার (৯ মার্চ) বিকেলে একই উপজেলার একটি ইটভাটায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে। অপর ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Check Also

বাংলাদেশে ভ্রমণে বিশেষ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশে সফরের ক্ষেত্রে নিজেদের নাগরিকদের ওপর সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + nine =

Contact Us