শেরপুর নিউজ: বগুড়ার শেরপুর থানা পুলিশ নাশকতা ও বিস্ফোরক মামলায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম শরীফ (৩৬ কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। তাকে বুধবার (১২ মার্চ) ভোররাতে শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের ওমরপাড়া গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শরীফ ওই গ্রামের মো. খোদাবক্সের ছেলে এবং নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের সুঘাট ইউনিয়ন শাখার সভাপতি।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, তাকে গত ২ নভেম্বর শেরপুর থানায় দায়ের করা বিস্ফোরক ও নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।