শেরপুর নিউজ: বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে একশত পাচঁ পিস ইয়াবা ট্যাবলেটসহ আশরাফ খন্দকার (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চকধলী মধ্যপাড়ার একটি মুদির দোকানের সামনে রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আশরাফ খন্দকার চকধলী গ্রামেরই মতি খন্দকারের ছেলে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে তাকে বুধবার আদালতে সোর্পদ করা হয়েছে।