শেরপুর নিউজ ডেস্ক: ধর্ষণের শিকার মাগুরার আট বছর বয়সী শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (১২ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।
শফিকুল আলম জানান, শিশুটির সিজিএস চার থেকে তিনে নেমে এসেছে। গতকালকের তুলনায় কমে গেছে ব্রেইন স্টেম এবং চোখের মণির প্রসারণ।
প্রেস সচিব আরও জানান, সিএমএইচের চিকিৎসকরা প্রাণান্ত চেষ্টা করছেন। এসময় শিশুটির জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।
জাতিসংঘের মহাসচিবের সফর সম্পর্কে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বৃহস্পতিবার আন্তোনিও গুতেরেস বাংলাদেশে আসবেন। এই সফরে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে বড় পরিসরে আলোচনা হবে। প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব একসঙ্গে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন বলেও জানান তিনি।
এ সময় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানান, আগামী ১৫ মার্চ ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করবেন আন্তোনিও গুতেরেস।