শেরপুর নিউজ ডেস্ক:
টাঙ্গাইলের ধনবাড়ির ঐতিহ্যবাহী স্থাপনা শত বছরের প্রাচীন নবাব শাহী জামে মসজিদ। মসজিদটি মোঘল আমলের নির্মিত বলে জনশ্রুতি রয়েছে। এর কারুকাজ ও নান্দনিক সৌন্দর্য দেখে মুগ্ধ হন সবাই। দূর-দূরান্ত থেকে অনেকেই আসেন নবাব শাহী মসজিদ দেখতে। এখনো সেখানে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় ও নিয়মিত কোরআন তেলাওয়াত করেন মুসল্লিরা। অনেকে সেখানে মানত করতে আসেন। যুদ্ধ মহামারি দুর্যোগেও ওই মসজিদে থেমে থাকেনি মুসল্লিদের এবাদত বন্দেগী। মসজিদের পাশেই রয়েছে ৭ বিঘা আয়তনের এক বিশাল দিঘি। সবমিলে চমৎকার একটি পরিবেশ তৈরি হয়েছে নবাব শাহী জামে মসজিদ চত্বরে।
টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার প্রাণকেন্দ্রে পৌরসভায় অবস্থিত ধনবাড়ি নবাব শাহী জামে মসজিদ। মসজিদটি বহন করছে মুঘল আমলের স্থাপত্য শৈলী। পাঁচ ওয়াক্ত নামাজ ব্যতিত ৫ জন হাফেজ পালাক্রমে সেখানে কোরআন তেলাওয়াত করে যাচ্ছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ও প্রাকৃতিক দুর্যোগেও থেমে থাকেনি এবাদত বন্দেগী।
প্রাচীন ইসলামী স্থাপত্য শিল্পের সাক্ষী হয়ে স্বমহিমায় দাঁড়িয়ে আছে
নবাব শাহী জামে মসজিদ। নিপুণ কারুকাজ খচিত মসজিদটি দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে আসেন বহু দর্শানার্থী। মনের আশা পূরণের জন্য অনেকেই মানত করে থাকেন। পুরুষের পাশাপাশি নারীদেরও নামাজের ব্যবস্থা আছে। তারাও নামাজ আদায় করেন এই মসজিদে। নবাব শাহী জামে মসজিদের এক পাশে আছে সাত বিঘা আয়তনের নবাব দিঘি।
জনশ্রুতি আছে, মুঘল আমলের ষোড়শ শতাব্দীতে সেলজুক তুর্কি বংশের ইসপিঞ্জার খাঁ ও মনোয়ার খাঁ নামে দুই ভাই মসজিদটির প্রথম অংশ নির্মাণ করেন। সম্রাট আকবরের সময় এ দুইভাই ধনবাড়ির অত্যাচারী জমিদারকে পরাজিত করে এলাকার দায়িত্বভার গ্রহণ করেন। এরপর তারাই মসজিদটি নির্মাণ করেন। ১১৫ বছর আগে ধনবাড়ির সৈয়দ নবাব নওয়াব আলী চৌধুরী মসজিদটির সংস্কার ও বর্ধিত করেন। প্রায় ১০ কাঠা জায়গার ওপর এ নির্মাণশৈলী যে কারো নজর কাড়ে। এরপর থেকেই নামাজ ছাড়াও ২৪ ঘণ্টা বিরামহীনভাবে চলছে কোরআন তেলাওয়াত। সংস্কারের পর মসজিদেও আদিরূপ কিছুটা লোপ পেলেও এর চাকচিক্য ও সৌন্দর্য অনেক বেড়ে যায়।
মসজিদে রয়েছে কারুকার্যের বহু খাজ বিশিষ্ট খিলানযুক্ত প্রবেশ পথ। আরো আছে ৯টি জানালা, ৩৪টি ছোট বড় গম্বুজ। আকর্ষণীয় ছোট বড় মিনার মেহরাব। মসজিদের সংরক্ষিত কক্ষে শোভা পাচ্ছে ১৮টি হাড়িবাতি। যা নারিকেল তেলে জ্বলত। রয়েছে মোঘল আমলের ৩টি ঝাড়বাতি। মসজিদ নির্মাণে চুন, সুরকি, সাদা সিমেন্ট, কড়ি পাথর, লোহার খাম ব্যবহার করা হয়েছে। এর পাশেই রয়েছে শান বাধাঁনো ঘাট ও কবরস্থান। যেখানে দাফন করা হয়েছে নওয়াব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরীকে। নবাব নওয়াব আলী মৃত্যুর আগে তার এ স্টেট ওয়াকফ করে যান।
ধনবাড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনছার আলী জানান, নান্দনিক কারুকাজের মসজিদটি দেখতে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসেন। এর স্থাপত্য শৈলী সবার নজর কাড়ে।
মসজিদের ইমাম জানান, তারা ৫ জন হাফেজ মিলে ২৪ ঘণ্টা পর্যায়ক্রমে কোরআন তেলাওয়াত করে চলেছেন। মসজিদে মানতের জন্য আসা দুই নারী জানান, তারা মনের আশা রূরণের জন্য মানত করে নামাজ আদায় করেছেন।
গোপালপুরের আল আমীন বলেন, তিনি ঢাকায় চাকরি করেন। মসজিদটি খুব নামকরা। এটা জেনে তিনি দেখতে এসেছেন। ধনবাড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসলাম হোসেন জানান, ধনবাড়ির ইতিহাস ঐতিহ্যের অন্যতম নিদর্শন নবাব শাহী জামে মসজিদ। যা ধনবাড়িকে ইতিহাসের সাক্ষী করে রেখেছে। তিনি মসজিদের প্রবেশ পথসহ মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য কিছু কাজ করেছেন। সামনে আরো কাজ করার আশা ব্যক্ত করেন। দর্শনার্থী ও মুসল্লিদের যাতায়াতের জন্য দিঘির পাড় সংস্কার করার দাবি স্থানীয়দের।