সর্বশেষ সংবাদ
Home / অর্থনীতি / বিদেশি ফলের বাজার চড়া,বরই আর পেয়ারাই মধ্যবিত্তের ভরসা

বিদেশি ফলের বাজার চড়া,বরই আর পেয়ারাই মধ্যবিত্তের ভরসা

শেরপুর নিউজ ডেস্ক:

রমজানের আগে থেকেই আমদানির বিদেশি ফলের বাজার চড়া ছিল। রোজা শুরু হওয়ার পর বেড়েছে আরেক দফা। রাজধানীর হাতিরপুলে ইফতারি পণ্য কিনতে আসা শাহ আলম আপেল আর কমলার দোকানে গিয়ে দরদাম করছিলেন। চড়া দামের কারণে না কিনেই চলে যান তিনি। একই বাজারে ইফতারি কিনতে আসা আরেক ক্রেতা আবুল কালাম বললেন, ফল ছাড়া তো ইফতার করা যায় না। কিন্তু আঙুর, মাল্টা, নাশপতি ফল কেনার সাধ্য আর নেই। তাই নিরুপায় হয়ে বরই আর পেয়ারা কিনেছি। এগুলো এখন মধ্যবিত্তের ভরসা।

ক্রেতাদের অভিযোগ, শুধু তো বিদেশি ফল নয়, দেশি ফলের দামও বেড়েছে। দুই মাস আগেও যে দামে কমলা, আপেল, আঙুর, আনার পাওয়া যেত, এখন তা আর মিলছে না। দাম বেড়েছে ৩০ থেকে ৬০ টাকা পর্যন্ত। চড়া দামের কারণে বিদেশি ফল রেখে যে দেশি ফল কিনব, সে উপায়ও নেই। এলিফ্যান্ট রোড, হাতিরপুল বাজার, কাওরান বাজারের ফল দোকান ঘুরে এমন চিত্র দেখা গেছে। হাতিরপুল বাজারের দেশ-বিদেশ ফল বিতানের স্বত্বাধিকারী মোহাম্মদ হাসান বলেন, ফল আমদানির ওপর সরকার ট্যাক্স বাড়ানোর পর থেকেই বিদেশি ফলের সরবরাহ কমে গেছে। চাহিদা অনুযায়ী ফল পাওয়া যাচ্ছে না। দোকানি শামীম শেখ বলেন, যে আঙুরের ক্যারেট আগের দিন কিনেছিলাম সাড়ে ৪ হাজার টাকা করে, আজ তা কিনতে হয়েছে ৬ হাজার টাকায়।

আরেক বিক্রেতা মো, আকতার হোসেন বলেন, দাম বাড়ার পরে অনেকেই বিদেশি ফল কিনছেন ঠিকই, তবে আগের চেয়ে কম। এ কারণে দেশি ফল বরই, পেয়ারা, পেঁপে, আনারসের চাহিদা অনেক বেড়ে গেছে। চাহিদা বাড়ার কারণে এগুলোর দামও বাড়িয়ে দিয়েছে বিক্রেতারা। কাওরান বাজারের আল্লার দান ফল বিতানের বিক্রয় কর্মী সোহেল রানা বলেন, ফলের দাম ক্যারেট প্রতি ১ হাজার টাকা বেড়ে যাওয়ায় ক্রেতারা ফল কম কিনছেন।

একই বাজারের মদিনা ফ্রুট গ্যালারির ম্যানেজার রাজু আহমেদ বললেন, অন্য সময় রমজান মাসে ফল বিক্রি থাকে তুঙ্গে। নিঃশ্বাস ফেলার সময় পেতাম না। অথচ এবার ক্রেতার দেখা নেই। নিউ মার্কেট, কাঁঠালবাগান, কাওরান বাজারসহ রাজধানী জুড়ে একই চিত্র। রোজার মধ্যে আমদানি করা রসালো ফলের বাজার চড়া হওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ।

ট্যারিফ কমিশনের কর্মকর্তারা বলছেন, আঙুর, আপেল, কমলা, নাশপাতি, মাল্টা বিলাসি পণ্য নয়। রমজানে এসব ফলের ব্যাপক চাহিদা থাকে। চিকিৎসরাও এসব ফল খাওয়ার জন্য রোগীদের পরামর্শ দিয়ে থাকেন। এসব কারণে বিদেশি ফলে আরোপ করা শুল্ক-কর কমানোর সুপারিশ করা হয়েছে। এখন পর্যন্ত সেই সুপারিশ বাস্তবায়ন হয়নি।

এনবিআরের হিসাব মতে, আগের অর্থবছরের তুলনায় ২০২৩-২৪ অর্থবছরে আপেল আমদানি কমে গেছে ৫১ শতাংশ। একইভাবে মাল্টার আমদানি কমেছে ৭০ শতাংশ, আঙুর ২৯ শতাংশ। জানুয়ারিতে সম্পূরক শুল্ক বাড়ানোর ফলে আরো কিছু বিদেশি ফলের আমদানি কমে গেছে। এর মধ্যে মেন্ডারিন ৫১ শতাংশ, আঙুর ২১ শতাংশ, আপেল ৩ দশমিক ৫ শতাংশ, নাশপাতি ৪৫ শতাংশ, আনার ও ড্রাগন ৩২ শতাংশ কমেছে

Check Also

ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছে ২.৫ বিলিয়ন ডলার

শেরপুর নিউজ ডেস্ক: চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২.৫৩ বিলিয়ন ডলার, যা আগের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 7 =

Contact Us