শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ায় অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় সেমাই তৈরীর অপরাধে তিন কারখানাকে লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার। রবিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত শহরের বৃন্দাবনপাড়া ও এরুলিয়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বগুড়া ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক মেহেদী হাসান ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ রাসেল।। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, ‘অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় সেমাই তৈরীর অপরাধে বৃন্দাবনপাড়া এলাকায় ইসলামিয়া লাচ্ছা সেমাই ও তাজ ফুডকে ১০ হাজার করে মোট বিশ হাজার টাকা এবং এরুলিয়া এলাকায় জনতা ফুড প্রোডাক্টসকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।