Home / বগুড়ার খবর / নন্দীগ্রাম / জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নন্দীগ্রামে র‍্যালী ও আলোচনা সভা

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নন্দীগ্রামে র‍্যালী ও আলোচনা সভা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ “নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে গত ২৪ শে জুলাই (রবিবার) সকাল সাড়ে ১০টায় নন্দীগ্রাম উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা’র কার্যালয়ের আয়োজনে নন্দীগ্রাম উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্নাঢ্য র‍্যালী বের হয়ে নন্দীগ্রাম পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালী শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল আশরাফ জিন্নাহ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আক্তার বানু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফেরদৌস আলী, উপজেলা কৃষি অফিসার আদনান বাবু, উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মাহফুজা চৌধুরী প্রমুখ। এ ছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপজেলার ৫টি ইউনিয়নের মৎস্য চাষীগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে নন্দীগ্রাম উপজেলা পরিষদের পুকুরসহ অন্যান্য পুকুরে কার্প জাতীয় বিভিন্ন দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

উল্লেখ্য, জাতীয় মৎস্য সপ্তাহ ২৩ শে জুলাই শুরু হয়ে ২৯ শে জুলাই পর্যন্ত চলবে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ জহুরুল হক।

Check Also

নন্দীগ্রামে দূর্গাপূজা উপলক্ষে সাবেক এমপি মোশারফের মতবিনিময়

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =

Contact Us