শেরপুর ডেস্কঃ এলাকায় আধিপত্য বিস্তারের জেরে বগুড়ার গাবতলীর নাহিদুল ইসলাম নয়ন খুন হন বলে জানিয়েছেন ডিবির ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ। ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেপ্তার গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।
খুনের ঘটনায় গ্রেপ্তার ওই চারজন হলো- জেলার গাবতলী উপজেলার চক মরিয়ার সালাম প্রামাণিকের ছেলে সাগর (২২), মরিয়া গোলাবাড়ির জিন্নাত আলীর ছেলে রকি (২৪), মহিষাবান মধ্যপাড়ার নিলু প্রামাণিকের ছেলে জনি (২৩) এবং মহিষাবান দহ পাড়ার মুক্তি সরকারের ছেলে সাকিল (২৩)।
বুধবার (২২ মার্চ) সন্ধ্যায় ডিবির পাঠান এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে গত ১১ মার্চ শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গাবতলীর মহিষাবান দেবোত্তরপাড়া সোনারপাড়ায় একটি নির্জন বাঁশঝাড়ে নাহিদুল ইসলাম নয়নকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। তখন তার চিৎকারে স্থানীয় লোকজন নয়নকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯ টার দিকে তার মৃত্যু হয়। এই ঘটনায় গাবতলী থানায় একটি মামলা দায়ের হয়।
ডিবি পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞতিতে জানানো হয়, গাবতলী থানায় মামলা দায়েরের পর বগুড়া ডিবি পুলিশের একটি টিম আসামীদের ধরতে অভিযানে নামে। ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে হত্যাকাণ্ডে জড়িত ওয়ি ৪ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে।
ডিবির ইনচার্জ সাইহান ওলিউল্লাহ বলেন, আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাহিদুল ইসলাম নয়নের সাথে আসামীদের দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছিলো। এরই ধারাবাহিকতায় একদিন নাহিদুল ইসলাম নয়ন মহিষাবান ত্রিমোহনী বাজারে আসামি সগরকে মারধর ও রক্তাক্ত জখম করে। তখন সাগর বিষয়টি তার সহযগী রকিকে জানায়। এরপর জনি ও শাকিলকে নিয়ে তারা চারজন একত্রিত হয়। বগুড়া শহরের জিরো পয়েন্ট সাতমাথায় তারা নয়নকে হত্যার পরিকল্পনা করে। এরপর তারা লাঠি ও এসএস পাইপ নিয়ে সিএনজি ভাড়া করে নয়নের এলাকায় যায়। মহিষাবান দেবোত্তরপাড়া সোনারপাড়া এলাকার একটি বাড়ির পিছনে তারা নয়নকে দেখতে পায় । লাঠি ও পাইপ দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে তারা সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা নয়নকে শজিমেক হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরো বলেন, এই হত্যাকাণ্ডে অপর পলাতক ও অজ্ঞাত আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।