সর্বশেষ সংবাদ
Home / স্থানীয় খবর / পৌরসভা / শেরপুরে পৌরসভার ড্রেনের ইট গেল কোথায়?

শেরপুরে পৌরসভার ড্রেনের ইট গেল কোথায়?

শেরপুর নিউজঃ নতুন ড্রেন নির্মাণ কাজ শুরুর আগেই বগুড়ার শেরপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের খন্দকারপাড়া এলাকায় পৌরসভার ড্রেনের প্রায় ৫০ মিটার গাইড ওয়ালের কয়েক হাজার ইট তুলে নিয়ে যাওয়া হয়েছে। যার ফলে হুমকির মুখে পড়েছে বাড়িঘর, দোকানপাট ও বিদ্যুতের খুুঁটি।

স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন পুর্বে স্থানীয় একজন জনপ্রতিনিধির আত্মীয় পরিচয় দিয়ে কয়েকজন ব্যক্তি ড্রেনের গাইডওয়ালের ইট খুলে নিয়ে যায়। অথচ ঠিকাদার এ ব্যাপারে কিছুই জানে না। কাজ শুরু না করে ড্রেনের ইট খুলে নিয়ে যাওয়ায় ড্রেন সংলগ্ন মাটির বাড়িসহ, বিদ্যুতের খুঁটি ও দোকানপাট ভাঙ্গনের হুমকির মুখে পড়েছে।

স্থানীয়দের দাবি এই ইট তুলে নিয়ে গিয়ে বিক্রি করে আত্মসাত করেছে একটি চক্র।

এ ব্যাপারে ৯নং ওয়ার্ড কাউন্সিলর ফিরোজ আহম্মেদ জুয়েল জানান, ঠিকাদারকে কাজ শুরুর জন্য চাপ দিতে আমি লোক দিয়ে ইটগুলো তুলে রেখেছি। যাতে ঠিকাদার দ্রুত কাজ শুরু করেন।

Check Also

শেরপুরে ফেসবুক লাইফে যুবকের আত্মহত্যা

শেরপুরনিউজ২৪ডটনেটঃ ফেসবুক লাইফ চালু করে গলায় ফাঁস দিয়ে নিজ বাড়িতে আত্মহত্যা করেছে বিবাহিত এক যুবক। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − four =

Contact Us