সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / সমাজের আমার কাছে ক্ষমা চাওয়া উচিত : প্রভা

সমাজের আমার কাছে ক্ষমা চাওয়া উচিত : প্রভা

শেরপুর ডেস্কঃ তেরো বছর আগের ভিডিও স্ক্যান্ডাল নিয়ে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে সম্প্রতি লিগ্যাল নোটিশ পাঠিয়েছে কুমিল্লার এক আইনজীবী। অনেকেই বলছেন, আলোচনায় আসতেই এমন নোটিশ পাঠিয়েছেন তিনি। তবে এই নোটিশের কারণে বিষয়টি নিয়ে ফের চর্চিত হচ্ছেন প্রভা। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। বললেন, ‘এই সমাজেরই আমার কাছে ক্ষমা চাওয়া উচিত।’

শনিবার (১ এপ্রিল) অভিনয়শিল্পী সংঘ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন কথা বললেন প্রভা। এছাড়াও জানিয়েছেন কেন সাংবাদিক থেকে দূরে থাকেন তিনি। অভিযোগ তুললেন ‘গায়ে হাত’ দেওয়ার। তিনি বলেন, ‘ছোটবেলায় পড়ে গিয়ে ব্যথা পেলে ভয় পেতাম, কারণ আম্মু জানলে বকা দেবে। এখন ফিজিক্যালি অ্যাবিউজড হলেও হজম করে ফেলি, কারণ তার চেয়ে বড় ভয় হয় যদি জার্নালিস্ট জানতে পারে- তাহলে কী হবে! আমার জীবনে যারা (প্রেমিক) এসেছে, প্রত্যেকে যাওয়ার সময় একটা ব্লেম গেম খেলেছে। এটার মধ্যে মেন্টালি টর্চার হয়েছি, কিন্তু কাউকে কিছু মুখ ফুটে বলতে পারিনি।
বরাবরই মনে হয়েছে, বললেই যদি জার্নালিস্ট জেনে যায়? ডিভোর্সের পেপার যখন ফাইল করি- নিয়ম অনুযায়ী আমার কিছু পাওনা থাকে। কিন্তু সেটা নিয়ে কথা বলতে ভয় করে, যদি সেটা খবরে চলে আসে। আমি সব কিছুই করতে পারতাম- সাংবাদিকরা যদি আমাকে সাপোর্ট করতেন।’

প্রভা বলেন, ‘কিছুদিন আগে আমি জানিয়েছি- আপনারা আমার সঙ্গে কথা না বলে নিউজ করবেন না। আমরাও তো চেষ্টা করি ধর্মীয় রীতি পালন করতে। যেমন রোজার সময় আমাদের মন নরম থাকে। সেই সময় প্রত্যেকেরই উচিত কারো মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চাওয়া। সেই সময় আমি এটা নিয়ে গুছিয়ে একটি স্ট্যাটাস দিই ক্ষমা চেয়ে। এর পরই আমার কানে আসে- নিউজ হয়ে গেছে, অবশেষে সবার কাছে ক্ষমা চাইলেন প্রভা। আমি কেন ক্ষমা চাইতে যাব? ক্ষমা তো এই সোসাইটির আমার কাছে চাওয়া উচিত বলে আমি মনে করি।’

সংবাদ সম্মেলনে প্রভা নিজের সঙ্গে ঘটে যাওয়া দুটি অভিজ্ঞতার কথা তুলে ধরেন। বললেন, ‘দেখেন দুইটা গল্প বলি। একটা মেকআপরুম। যেখানে আমরা শুটিং করে রুমে ঢুকি। মেকআপ করি। এসি খাই। আপনারা এলে বসে গল্প করি। তো এভাবে একদিন গ্রিনরুমে বসে আছি। একজন ফটোগ্রাফার ও একজন সাংবাদিক এলো। বসতে বললাম। এরপর আমি মুখে পাউডার মেখে মেকআপের প্রস্তুতি নিচ্ছি। এর মধ্যে ক্লিক ক্লিক ক্লিক। আমি বললাম, ‘কেন ছবি তুলতেছেন?’ বলে, ‘আমি তো জার্নালিস্ট।’ এটার মানে কী বলেন তো? উনি সাংবাদিক বলে আমার কোনো প্রাইভেসি নাই?’

পরের অভিজ্ঞতাটি সম্পর্কে প্রভা বললেন, ‘নাম্বার টু। সেদিন শুটিং শেষ করে উবার নিয়েছি। একজন সাংবাদিকও আমার সঙ্গে উঠলেন। ভাই মানুষ। বসলেন পাশে। বললেন এয়ারপোর্টে নামিয়ে দিতে। তো সিটে বসে কথা বলতে বলতে সে আমার পায়ে হাত রাখল! বললাম, ‘তুমি আমার গায়ে হাত দিলা কেন? আমার কোনো কলিগও তো এভাবে হাত দেয় না।’ এরপর সে সরি বলেছে। নামকরা সাংবাদিক। আমি জানি, সে সরি বললেও তার ভুল রিয়ালাইজ করে নাই। সে তার ক্ষোভ প্রকাশ করেছে অন্যভাবে, পরে। কিভাবে তাহলে সাংবাদিকদের সঙ্গে আন্তরিক হবো?’

Check Also

আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তাসনুভা তিশার

শেরপুর নিউজ ডেস্ক: আউটডোর শুটিংয়ে এক যুবক সাংবাদিক পরিচয়ে প্রবেশ করেন। এরপর লুকিয়ে আপত্তিকর ভিডিও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 13 =

Contact Us