সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়া সদর / বগুড়ায় থানার সামনে প্রাইভেটকারে আগুন, বিয়ার উদ্ধার

বগুড়ায় থানার সামনে প্রাইভেটকারে আগুন, বিয়ার উদ্ধার

শেরপুর নিউজঃ বগুড়া শহরের ব্যস্ততম কবি নজরুল ইসলাম সড়কে সদর থানার সামনে একটি প্রাইভেটকারে আগুন লেগে আংশিক ভস্মিভূত হয়েছে। এতে চালক মাইনুল ইসলাম দগ্ধ হয়েছেন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন দ্রুত নিভিয়ে ফেলে। তবে এ সময় ওই প্রাইভেট কার থেকে এক কার্টুন বিয়ার উদ্ধার হওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অতিরিক্ত তাপদাহ অথবা কারে রাখা গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ফায়ার কর্মীদের ধারণা।

এ দিকে, আগুন লাগার খবর পেয়ে দ্রুত সদর থানা থেকে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ থানার অগ্নি নির্বাপকযন্ত্র খুলে এনে আগুন নেভানোর কাজ শুরু করে। এ সময় রাস্তা বন্ধ করে দেয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সোয়া ৩ টার দিকে সাদা রঙের ওই প্রাইভেট কার শহরের কবি নজরুল ইসলাম সড়ক দিয়ে মাটিডালির দিকে যাচ্ছিল।

এ সময় বিকট শব্দে গাড়ির পিছনে আগুন ধরে যায়। পরে দমকল বাহিনীর লোকজন এসে কারটির আগুন নিভিয়ে ফেলে। এ সময় প্রাইভেট কারের দগ্ধ চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আর কারের ভিতরে থাকা এক কেস ভর্তি বিয়ার উদ্ধার করা হয়।

বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম বলেন, সদর থানার সামনে একটি প্রাইভেট কারে (ঢাকা মেট্রো- গ- ২৩-৫০১০) আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত সেখানে পেঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর প্রাইভেটকারে থাকা গ্যাস সিলিন্ডারটি বের করে আনা হয়।

সিলিন্ডারটি অনেক উত্তপ্ত অবস্থায় ছিল। এরপর ধীরে ধীরে সেটিকে ঠান্ডা করে গ্যাস বের করে খালি করে বিপদমুক্ত করা হয়।

বগুড়া সদর থানার ওসি মো: নূরে আলম সিদ্দিকী বলেন, প্রাইভেট কারে আগুন লাগলে সদর থানার পুলিশ এসে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণ করার কাজ শুরু করে। এ সময় থানার অগ্নিনির্বাপক যন্ত্র খুলে এনে আগুর নেভানোর কাজে ব্যবহার করা হয়।

পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী ঘটনাস্থল পরিদর্শন করেন। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ মো: শরাফত ইসলাম আগুন নেভানোসহ উদ্ধার তৎপরতার কাজ তদারকি করেন। প্রাইভেটকারে থাকা দগ্ধ চালককে উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানো হয়। তার মুখে ও দাড়ির কিছুটা অংশ পুড়ে গিয়েছে।

এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে প্রাইভেট কারে থাকা সিলিন্ডারটি উদ্ধার করে বিপদমুক্ত করে।

সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) বাবু কুমার সাহা বলেন, ওই কার থেকে ৮ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। কারটি সাতমাথার দিক থেকে এসে মাটিডালির দিকে যাচ্ছিল। কেন ওইকারে বিয়ার ছিল সে বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

এ ব্যাপারে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দগ্ধ চালক মাইনুল ইসলাম (২৮) শহরের কাটনারপাড়ার আব্দুল আজিজের ছেলে। তার অবস্থা আশংকামুক্ত।

বগুড়া সদর ট্রাফিক ফাঁড়ির ইনচার্জ মো: মাহবুবুল ইসলাম খান বলেন, প্রাইভেটকারে অগ্নিকান্ডের সময় কবি নজরুল ইসলাম সড়কের দু’পাশ বন্ধ করে দেয়া হয়। এ সময় ঘন্টাখানেক উদ্ধার তৎপরতা ও আগুন নেভানোর কাজ চলে। পরে রেকার এনে রাস্তা থেকে কারটি সরিয়ে নেয়া হয়। এতে ফের যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

Check Also

বগুড়ায় ৪ আগস্ট নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় ছাত্র-জনতার আন্দোলনে নিহত রিপন ফকিরের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − 2 =

Contact Us