শেরপুর নিউজঃ তীব্র গরম এবং তাপদাহ উপেক্ষা করে শেষ মুহূর্তে ক্রেতা সাধারণের পদভারে তিল ধারণের জায়দা নেই ঈদের বাজারে। উৎসবের আর মাত্র তিনদিন বাকি। মানুষ ছুটছেন পছন্দের পোশাকটি কিনতে। এর মধ্যে তরুণ-তরুনীর ব্যস্ততা সবচেয়ে বেশি। সবারই আধুনিক এবং নতুনত্ব চাই ঈদের পোশাকে।
তাই তারা অনলাইনে প্রতিটি পেজের পাশাপাশি শহরের প্রতিটি মার্কেটে ও শপিংমলে ছুটছেন সময় নিয়ে। গরমে ঘেমে নেয়ে একাকার হয়ে একবারে না পছন্দ না হলে আবারও যাচ্ছেন দম নিয়ে। এবারও ব্যবসায়ীরা নতুন নাম ব্যবহার করে পোশাক বিক্রি করছেন। প্রতিটি দোকানেই ছোটরা থেকে তরুনীরা এসে খোঁজ করছেন নায়রা নামের কামিজের আদলে বানানো রেডিমেট ড্রেসটি।
বিত্তবানরা ছুটছেন অভিজাত এলাকার শোরুমগুলোতে, মধ্যবিত্তরা নিউমার্কেট ও নবাববাড়ীতে আর স্বল্প আয়ের ক্রেতারা ছুটছেন হর্কাস মার্কেটে। এছাড়াও ভিড় বেড়েছে কসমেটিকস ও জুতার দোকানগুলোতে। বগুড়ার নিউ মার্কেট, নবাববাড়ি মার্কট, রানার প্লাজা, হকার্স মার্কেট, জামিল শপিং কমপ্লেক্সসহ অভিজাত এলাকাখ্যাত জলেশ্বরীতলা এলাকার বিপনীবিতানগুলো ঘুরে দেখা যায়, রেডিমেট পোশাকের মধ্যে কিশোরী থেকে তরুনীদের মধ্যে পছন্দের তালিকায় নায়রা, সারারা ও অরগাঞ্জা শীর্ষে।
নায়রা মূলত পাকিস্তানী ড্রেস হলেও এখন এটি তৈরি করছে দেশে ও ভারতে । প্রতি পিস নায়রা বিক্রি হচ্ছে ৩ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত। নায়রার পাশাপাশি বিক্রি হচ্ছে বেশি ঘের দেয়া শারারা ড্রেসটি। আরও আছে অরগাঞ্জা, শিপন, জর্জেট, পাকিস্তানি কুর্তি, লেহেঙ্গা, ক্রপটপ গাউন, বার্বি গাউন ও ভারত থেকে আমদানি করা কটন, আদ্দি, পিয়রের ওপরে কাজ করা বাহারি সব পোশাক।
পছন্দের শীর্ষে এসব ড্রেস থাকলেও গরম ও দাপদাহের কথা মাথায় রেখে তারা এসব ড্রেসের পাশাপাশি স্বচ্ছন্দরোধ করেন এমন ড্রেসটাকেই বেছে নিচ্ছেন। শেষ মুহূর্তে প্রতিটি মার্কেটের ব্যবসায়ীরা সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন। কাপড়ের দোকানের পাশাপাশি গহনা, জুতা-সেন্ডেল, কসমেটিকস এ্র দোকানগুলোতে ভিড় করছেন।
পোশাকের সাথে ম্যাচিং করে সেন্ডেল, গহনা ও কসমেটিকস কিনতে গলধঘর্ম হচ্ছে তরুণীরা। এছাড়াও ভিড় বেড়েছে ফৃটপাতের দোকানে। মজুরি বেশি হওয়ায় মধ্যবিত্তরা রেডিমেড এসব দোকানে সাশ্রয়ী মূল্যে পোশাক কিনতে ভিড় করছেন। রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত ভিড় লক্ষ্য করা গেছে গরিবের মার্কেট বলে খ্যাত বগুড়া রেলওয়ে হকার্স মার্কেটে।
যদিও এই মার্কেটে উচ্চবিত্তরা থেকে নিম্নবিত্বরা সকলেই ঈদের কেনা-কাটা সারছেন। মার্কেট করতে আসা অনেক ক্রেতা এবার দামের জন্য পছন্দের পোশাকটি নিতে পারেননি। এমনই একজন গৃহবধূ তহমিনা। তিনি জানান, তার ১৩ বছর বয়সী মেয়ে তনুর জন্য একটি ড্রেস পছন্দ হয়েছে। দাম হাঁকাচ্ছেন ৮ হাজার টাকা। এদিকে তার বাজেট ৫ হাজার টাকা। ব্যাটে-বলে মিলছে না বলে অন্য একটি ড্রেস কিনেছেন।
কিন্তু মেয়ের একটু মন খারাপ। বললেন শুধু ড্রেস নয়, সাথে সেন্ডেল কিনতে হবে। গত বছরের চেয়ে প্রতিটি কাপড়ের দাম এবার বেশি। দামের ব্যাপারে ব্যবসায়ীরা জানান, বিশ্ব বাজারে প্রতিটি জিনিসের দাম বেড়েছে । তারই প্রভাব পড়েছে ঈদ মার্কেটে।
আরেক ক্রেতা সিহাব হোসেন বলেন, সব পণ্যই আগের মতই আছে শুধু দামের হিসেব বদলে গেছে। পরিবারের সবার জন্য যেকানে হাজার বিশেক টাকা হলে পাড়ি দেয়া যেত সেখানে ৪০ হাজারেও হচ্ছে না। বাজার খরচ, উৎসব আমেজে প্রতিটি পণ্যের সাথে সমন্বয় করতে হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্তদের।