শেরপুর নিউজঃ বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেছেন, প্রধান খাদ্যশস্যের পাশাপাশি আমাদের অপ্রধান শস্য আবাদেও মনোযোগী হতে হবে। কেননা, নিরাপদ খাদ্যব্যবস্থা গড়ে তোলার জন্য উন্নত চাষাবাদের বিকল্প নেই। এছাড়া চাষযোগ্য কোন জমি পতিত রাখা যাবে না। প্রতি ইঞ্চিজমিও আবাদের আওতায় আনতে হবে।
বুধবার (৩১ মে) বেলা ১১টার দিকে শেরপুর উপজেলা বিআরডিবি হলরুমে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আয়োজিত অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ কর্মসুচীর অভিষ্ট উপকারভোগীর তিনদিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম তালুকদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আরিফুর রহমান প্রমুখ।