সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / বাজেট অধিবেশন বৃহস্পতিবার বিকাল পর্যন্ত মুলতবি

বাজেট অধিবেশন বৃহস্পতিবার বিকাল পর্যন্ত মুলতবি

শেরপুর নিউজ: আগামীকাল বৃহস্পতিবার বিকেল তিনটা পর্যন্ত একাদশ জাতীয় সংসদের ২৩তম ও ২০২৩-২৪ অর্থবছরের বাজেট অধিবেশন মুলতুবি ঘোষণা করা হয়েছে।

বুধবার (৩১ মে) বিকেল ৫টা ৬ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ অধিবেশন শুরু হয়।

এ অধিবেশনে বৃহস্পতিবার (১ জুন) আগামী অর্থ বছরের অর্থাৎ ২০২৩-২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হবে।

এ বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। এটি হবে একাদশ সংসদের শেষ বাজেট অধিবেশন।

সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, ২৫ জুন প্রস্তাবিত বাজেট সংসদে পাস হওয়ার সম্ভাবনা রয়েছে। এ অধিবেশনে যে বাজেট দেওয়া হবে সেটি আওয়ামী লীগের টানা এ তৃতীয় মেয়াদের সরকারের শেষ বাজেট।

Check Also

নয় দফা দাবিতে মহাসমাবেশের ডাক সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের

শেরপুর নিউজ ডেস্ক: নয় দফা দাবিতে সচিবালয়ে মহাসমাবেশের ডাক দিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। আজ বৃহস্পতিবার সচিবালয়ের ভেতরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =

Contact Us