সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / বাংলাদেশের গুরুত্ব বিশ্ব পরিমণ্ডলে অনেক বেড়েছে : ড. মোমেন

বাংলাদেশের গুরুত্ব বিশ্ব পরিমণ্ডলে অনেক বেড়েছে : ড. মোমেন

শেরপুর নিউজ ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের গুরুত্ব অনেক বেড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৪ বছরে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের ফলে এ গুরুত্ব বেড়েছে।

রোববার (৪ জুন) কেনিয়ার নাইরোবিতে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন দ্বিতীয় ইউএন-হ্যাবিটেট সম্মেলনে যোগ দিতে বর্তমানে কেনিয়ার নাইরোবিতে রয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন-অগ্রগতি এবং ভূ-রাজনৈতিক কারণে বাংলাদেশকে এখন অনেক দেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এক্ষেত্রে আমরা বঙ্গবন্ধু ঘোষিত ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’ পররাষ্ট্র নীতি অনুসরণ করে যাচ্ছি।’

বাংলাদেশের উন্নয়ন যারা পছন্দ করে না তাদের অনেকেই দেশে বিদেশে অপপ্রচার করছে ও গুজব রটাচ্ছে উল্লেখ করে এ ব্যাপারে সজাগ থাকতে তিনি প্রবাসীদের প্রতি আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে মানুষ এখন অনেক ভালো আছে। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। আমরা স্বাস্থ্য খাতেও অভাবনীয় সাফল্য অর্জন করেছি। বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে। শিশুমৃত্যু, মাতৃমৃত্যু হার অনেক কমে গেছে, মানুষের গড় আয়ু বেড়েছে। এ ছাড়া এখন শিক্ষার হার অনেক বেড়েছে।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘সরকারের এসব অর্জন ধরে রাখতে হলে আমাদের দেশে স্থিতিশীলতা খুব প্রয়োজন। স্থিতিশীলতা ধরে রাখতে পারলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেনিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারেক মুহাম্মদ, নাইরোবিস্থ বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ এবং কেনিয়াতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাসহ অনেকে।

Check Also

সংস্কার প্রক্রিয়ায় বাংলাদেশকে সমর্থন দেবে জাতিসংঘ

শেরপুর নিউজ ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + eight =

Contact Us