শেরপুর নিউজঃ বগুড়ার শেরপুর উপজেলায় বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তার নাম ফাতেমা বেগম (৩০)। বুধবার (২১ জুন) বিকেল সোয়া তিনটার দিকে উপজেলার খামারকান্দি ইউনিয়নের খোকসাগাড়ি বিল নামক স্থানে এই ঘটনা ঘটে।
নিহত ফাতেমা বেগম উপজেলার একই ইউনিয়নের মাগুড়াইর গ্রামের বাবু ওরফে রনি মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্র জানায়, দুপুরের পর হঠাৎ বৃষ্টি শুরু হয়। এসময় ওই গৃহবধূ খোকসাগাড়ি বিলের মধ্যে হাঁস আনতে যান। ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মিলনুর রহমান মিলন জানান, নিহত ওই গৃহবধূর বাড়ি দিনাজপুর জেলা সদরে। ইতিপূর্তে তিনি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। তখন তার নাম ছিল রঞ্জনা রানী। সম্প্রতি মুসলিম ধর্মগ্রহণ করেন। এরপর তার নাম রাখা ফাতেমা খাতুন। সেই সঙ্গে মাগুরাতাইর গ্রামের বাবু ওরফে রনি মিয়ার সঙ্গে বিয়ে হয়। দুই মাস ধরে ঘর সংসার করছেন তিনি।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার সাহা বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারেরর কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে জানান।