Home / বগুড়ার খবর / শেরপুর / শেরপুরে আন্তঃজেলা কোচ টার্মিনাল এর উদ্বোধন

শেরপুরে আন্তঃজেলা কোচ টার্মিনাল এর উদ্বোধন

শেরপুর নিউজঃ সড়ক দুর্ঘটনার জন্য শ্রমিকরা এককভাবে দায়ী নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ওসমান আলী।

শুক্রবার (২৩জুন) সন্ধ্যায় বগুড়ার শেরপুরে আন্তঃজেলা বাস টার্মিনাল উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন।

জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফুর রহমান মিলনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ওসমান আলী আরও বলেন, একশ’ পাঁচটি কারণে সড়ক দুর্ঘটনা ঘটে। এরমধ্যে মাত্র পাঁচটি কারণে দুর্ঘটনা হলে শ্রমিকরা দায়ি হবেন। আর বাকি একশ’ কারণের জন্য দুর্ঘটনার জন্য শ্রমিকরা দায়ী নয়। মহাসড়কের ওপর বসা হাট-বাজার অপসারণ করার জন্য আহবান জানিয়ে তিনি আরও বলেন, সড়কের ওপর ধান শুকানো হয়। ধান-চাল ও কলার হাট বসে। এসব দেখার কেউ নেই।

শহরের ধুনটমোড় সংলগ্ন হামছায়াপুর এলাকাস্থ নতুন বাস টার্মিনাল প্রাঙণে আয়োজিত সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ¦ জানে আলম খোকা, বগুড়া জেলা বাস-মিনিবাস কোচ পরিবহন মালিক সমিতির সভাপতি আখতারুজ্জামান ডিউক, কার্যকরি সভাপতি তৌফিক হাসান ময়না, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার, সিরাজগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক।

এছাড়া অন্যান্যদের মধ্যে শ্রমিক নেতা মোহাম্মাদ আব্বাস আলী, হুয়ায়ুন কবির খান, আলহাজ¦ রফিকুল ইসলাম, আব্দুল মান্নান মন্ডল, এমএ মজিদ, আব্দুল হামিদ মিটুল, সৈয়দ কবির আহম্মেদ মিটু, সুলতান তালুকদার, আবুল কালাম আজাদ, স্থানীয় শ্রমিক ইউনিয়নের নেতা মতিউর রহমান মতি, সেলিম রেজা, আব্দুল্লাহ সেখ ও কামাল হোসেন বক্তব্য রাখেন।

পরে প্রধান অতিথি সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ওসমান আলী অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে শেরপুর আন্তঃজেলা বাস টার্মিনালের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

Check Also

শেরপুরে প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান

শেরপুর নিউজ : বগুড়ার শেরপুর রামেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা খাতুনকে অবসর জনিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 8 =

Contact Us