শেরপুর নিউজঃ বগুড়ায় কোরবানির পশুর চামড়া নির্ধারিত স্থানে কেনা বেচার না করে যত্রতত্র চামড়া কেনা বেচা করা হয়। বিশেষকরে ১ নং রেল ঘুমটি থেকে চকযাদু ক্রোস লেন পর্যন্ত প্রায় ২শ মিটার এলাকায় চামড়া কেনা বেচার পর পরিস্কার না করার কারণে ঈদের প্রায় এক সপ্তাহ পরও ওই এলাকা দিয়ে চলাচল করা দায় হয়ে যায়।
উত্তরাঞ্চলের গেটওয়ে খ্যাত বগুড়ায় কোরবানির চামড়ার ব্যবসা বরাবরই জমজমাট। বগুড়ায় চামড়া বেচা কেনাও হয় বেশি। প্রতিবছর গড়ে বগুড়ায় গরুর চামড়া বেচা কেনা হয় ৭০ থেকে ৮০ হাজার এবং ৫০ থেকে ৬০ হাজার ছাগলের চামড়া কেনা বেচা হয়।
শহরের থানা মোড় থেকে শুরু হয় চামড়া কেনা। স্থায়ী ব্যবসায়ীদের পাশাপাশি মৌসুমী ব্যবসায়ীরা চামড়া কেনেন। মৌসুমী ব্যবসাযীরা যে এলাকায় চামড়া কেনেন তার কেনাকাটার পর ওই স্থান পরিস্কার না করেই চলে যান। আবার অনেক ব্যবসায়ী ঈদের দিন কেনা চামড়া সেখানেই লবণ দিয়ে দুই থেকে তিন দিন রেখে দেন ফলে ওই সব রাস্তা দিয়ে পথচারিদের চলাচল করা অসম্ভব হয়ে পড়ে।
গত বছর ১ নং রেল ঘুমটি থেকে চকযাদু ক্রোস লেন পর্যন্ত প্রায় ২শ মিটার সড়কে অস্থায়ী ভাবে চামড়া কেনার পর তা ২ দিন ফেলে রাখায় দৈনিক করতোয়া কার্যালয়সহ দু’টি পত্রিকা অফিস, আশে পাশের বিভিন্ন অফিসে স্বাভাবিক কাজ কর্ম ব্যাহত হয়।
এ ছাড়াও ওই এলাকায় অবস্থিত প্রেসসহ দুই শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান বাধ্য হয়ে বন্ধ রাখতে হয়েছে। বগুড়া পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম ডাবলু জানান, পৌরসভার পক্ষ থেকে ব্যবসায়ীদের চিঠি দেওয়া হবে, যাতে যেখানে সেখানে চামড়া ফেলে না রাখে। যেখানে কিনবে সেখানে যাতে ওই দিনই পরিস্কার করে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়া হয়।
বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা বলেন, চামড়া ব্যবসায়ী মালিক সমিতিতে চিঠি দিতে বলা হয়েছে। যাতে কেউ কেনার পর চামড়া বা উচ্ছিষ্ট ফেলে না রাখে। ঈদের দিনই যাতে পরিস্কার করা হয় তার ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ জন্য চামড়া পট্টিতেই চামড়া কেনা বেচা করতে বলা হবে।