সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / সরকারী কর্মচারীদের ৫ শতাংশ মহার্ঘ্য ভাতা-প্রণোদনা দেয়ার নির্দেশ

সরকারী কর্মচারীদের ৫ শতাংশ মহার্ঘ্য ভাতা-প্রণোদনা দেয়ার নির্দেশ

শেরপুর নিউজ ডেস্কঃ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনের ৫ শতাংশ বিশেষ প্রণোদনা দেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদে বাজেট বিষয়ক আলোচনায় এ তথ্য জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে আহ্বান জানান।

রোববার সন্ধ্যায় প্রস্তাবিত ২০২২-২৩ অর্থ বছরের বাজেটের ওপর সমাপনী আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

বাজেট বক্তব্যে প্রধানমন্ত্রী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন পদক্ষেপগুলো তুলে ধরে বলেন, ‘সরকারি কর্মচারী যারা আছেন তাদের বিশেষ বেতন হিসেবে মূল বেতনের ৫ শতাংশ এই আপতকালীন সময়ে প্রদানের বিষয়টি বিবেচনার করার জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। আশা করি, অর্থমন্ত্রী বিষয়টি গ্রহণ করবেন। আমরা ৫ শতাংশ মূল বেতন বিশেষ প্রণোদনা হিসেবে তাদের দেব।’

Check Also

কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার তীব্র নিন্দা জানাল ঢাকা

শেরপুর নিউজ ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের বাইরে জাতীয় পতাকা অবমাননা এবং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − two =

Contact Us