Home / রাজনীতি / জাতীয় নির্বাচন বছরের শেষে বা জানুয়ারিতে

জাতীয় নির্বাচন বছরের শেষে বা জানুয়ারিতে

শেরপুর নিউজ ডেস্কঃ বছরের শেষে বা জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (২৫ জুন) জাতীয় সংসদে বাজেট বিষয়ক আলোচনার মধ্যে বিষয়টি জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের চলমান মেয়াদে এটাই শেষ বাজেট। তবে একেবারে শেষ বাজেট কি না, সেই সিদ্ধান্ত জনগণ ভোটের মাধ্যমে নেবে।

এসময় প্রধানমন্ত্রী জানান, বেশি দামে পণ্য আমদানি করতে গিয়ে রিজার্ভে টান পড়েছে। তিনি বলেন, আরো চার-পাঁচ মাস খাদ্য কেনার সক্ষমতা আছে বাংলাদেশের।

উল্লেখ্য, একাদশ সংসদের মেয়াদ ২০২৪ সালের ২৯ জানুয়ারি শেষ হবে। সংবিধান অনুযায়ী, সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। ২০১৯ সালের ৩০ জানুয়ারি একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। সেই হিসাবে ২০২৩ সালের ২ নভেম্বর থেকে ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন করতে হবে।

Check Also

আমাদের কাজের কারণেই ফ্যাসিবাদের ফেরার আশঙ্কা বেড়ে গেছে: মির্জা ফখরুল

শেরপুর নিউজ ডেস্ক: আজকে আমরা দুর্ভাগ্যজনকভাবে এমন কতগুলো কাজ করছি, যে কাজগুলোর মধ্য দিয়ে ফ্যাসিবাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + thirteen =

Contact Us