শেরপুর নিউজ ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে দেশীয় ৬৮টি সংস্থাকে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে অনুমতি দিল নির্বাচন কমিশন ইসি।
মঙ্গলবার (৮ আগস্ট) এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসিন জনসংযোগ পরিচালক শরীফুল আলম।
তবে এ ৬৮টি পর্যবেক্ষণকারী সংস্থার বিষয়ে কারো কোন আপত্তি থাকলে তা আগামী ১৫ কার্যদিবসের মধ্যে ইসিতে জানানোর আহ্বান জানান হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধনের জন্য দেশের ২০৬টি বেসরকারি সংস্থা ইসিতে আবেদন করে। পরে ইসির গঠন করা সাত সদস্যের একটি কমিটি আবেদনগুলো প্রাথমিকভাবে যাচাই-বাছাই করে ৬৮টি সংস্থাকে প্রাথমিকভাবে চূড়ান্ত করে।
সর্বশেষ ১১৮টি সংস্থা ইসির নিবন্ধন ছিল। যাদের পাঁচ বছরের মেয়াদ গত ১১ জুলাই শেষ হয়েছে। এবার আবেদন করা সংস্থার মধ্যে ৪০টি রয়েছে, যারা আগে নিবন্ধিত ছিল।