সর্বশেষ সংবাদ
Home / ইতিহাস ও ঐতিহ্য / হুমায়ুন আজাদের আজ ১৯তম মৃত্যুবার্ষিকী আজ

হুমায়ুন আজাদের আজ ১৯তম মৃত্যুবার্ষিকী আজ

শেরপুর নিউজ ডেস্ক: বহুমাত্রিক লেখক ও ভাষাবিজ্ঞানী অধ্যাপক হুমায়ুন আজাদের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি বাংলা একাডেমির বইমেলা থেকে বাসায় ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হন তিনি। চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন হুমায়ুন আজাদ। ওই বছরের ৭ আগস্ট গবেষণা বৃত্তি নিয়ে জার্মানি যান। এর পাঁচ দিন পর মিউনিখের নিজ ফ্ল্যাটে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়।

প্রথাবিরোধী লেখক হিসেবে পরিচিত হুমায়ুন আজাদের জন্ম বিক্রমপুরের রাঢ়িখালে ১৯৪৭ সালের ২৮ এপ্রিল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং সভাপতিও ছিলেন।

হুমায়ুন আজাদের প্রকাশিত বইয়ের সংখ্যা ষাটের বেশি। তাঁর প্রকাশিত বইয়ের মধ্যে আছে বাংলা ভাষা (প্রথম ও দ্বিতীয় খণ্ড), অলৌকিক ইস্টিমার, ৫৬ হাজার বর্গমাইল, সবকিছু ভেঙে পড়ে, রাজনীতিবিদগণ, একটি খুনের স্বপ্ন, পাক সার জমিন সাদবাদ, রাষ্ট্র ও সমাজচিন্তা, নারী (নিষিদ্ধ ১৯৯৫), প্রতিক্রিয়াশীলতার দীর্ঘ ছায়ার নিচে, আমরা কি এই বাঙলাদেশ চেয়েছিলাম, বাঙলা ভাষার শত্রুমিত্র, বাঙলা ভাষা (প্রথম ও দ্বিতীয় খণ্ড), ফুলের গন্ধে ঘুম আসে না প্রভৃতি।

হুমায়ুন আজাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বিকেল ৪টায় শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন কবি মারুফুল ইসলাম, কামরুল ইসলাম, ড. প্রতিভা রাণী কর্মকার ও হুমায়ুন আজাদের মেয়ে মৌলি আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

 

Check Also

৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

শেরপুর নিউজ ডেস্ক: থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + twenty =

Contact Us