শেরপুর নিউজ ডেস্ক: কাপ্তাই হ্রদের পানি বাড়ায় সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। দীর্ঘ চারমাস লেকে পানি কম থাকায় মাত্র একটি ইউনিট সচল ছিল। সেই ইউনিট থেকে ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হত। চলতি মাসের টানা বর্ষণে হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় ৫টি বিদ্যুৎ ইউনিট থেকে সর্বোচ্চ ২০৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
গতকাল রোববার কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র ব্যবস্থাপক প্রকৌশলী এটি. এম. আব্দুজ্জাহের জানান, কাপ্তাই হ্রদে টানা বর্ষণে পানি বৃদ্ধি পেয়েছে। ৫টি ইউনিট থেকে সর্বোচ্চ ২০৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। গতকাল সকাল ৯টায় পানির লেভেল ছিল ১০২.৬৪ ফিট (এম.এস.এল)। পানি থাকার কথা ৯৭.৩৫ ফিট (এম.এস.এল)। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ মুহূর্তে অতিরিক্ত পানি ছাড়ার কোন চিন্তাভাবনা নেই। সে পরিমাণ পানি এখনো লেকে হয়নি।