সর্বশেষ সংবাদ
Home / পড়াশোনা / মাধ্যমিক স্কুলে শিক্ষার্থীদের কাছে থেকে অগ্রিম বেতন নেওয়া যাবে না

মাধ্যমিক স্কুলে শিক্ষার্থীদের কাছে থেকে অগ্রিম বেতন নেওয়া যাবে না

শেরপুর নিউজ ডেস্ক: মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলো শিক্ষার্থীদের কাছে থেকে অগ্রিম বেতন আর নিতে পারবে না। সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের নিকট হতে বেতনসহ অন্যান্য পাওনাদি স্ব স্ব মাসেই নিতে হবে, একসঙ্গে একাধিক মাসের বেতন গ্রহণ না করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।

চলতি বছর মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলো সব শ্রেণির বার্ষিক পরীক্ষা বা মূল্যয়ন নভেম্বর মাসের মধ্যে শেষ হবে। এ অজুহাতে কিছু স্কুল অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন ও অন্যান্য পাওনা শিক্ষার্থীদের কাছ থেকে একসঙ্গে আদায়ে নোটিশ জারি করেছে।
এরই ভিত্তিতে অধিদপ্তর বলছে, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতনসহ অন্যান্য পাওনা শিক্ষার্থীদের কাছ থেকে একসঙ্গে আদায়ে স্কুলের নোটিশ জারি গ্রহণযোগ্য নয়। তাই শিক্ষার্থীদের কাছ থেকে বেতনসহ অন্যান্য পাওনা স্ব স্ব মাসেই নিতে স্কুলগুলোকে বলেছে অধিদপ্তর।

অধিদপ্তরের সহকারি পরিচালক (মাধ্যমিক-২) এসএম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত দেশের সব বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক ও স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষদের বিষয়টি জানিয়ে নোটিশ জারি করা হয়েছে। গত বৃহস্পতিবার নোটিশটি প্রকাশ করা হয়েছে।

এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত আদেশে বলা হয়, ২০২৩ শিক্ষাবর্ষের মাধ্যমিক-সমমানের সব শ্রেণির বার্ষিক পরীক্ষা বা মূল্যায়ন নভেম্বর মাসের মধ্যে সমাপ্ত করার নির্দেশনা দেয়া হয়েছে। এ অজুহাতে কতিপয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতনসহ অন্যান্য পাওনা শিক্ষার্থীদের কাছ থেকে একসঙ্গে অগ্রিম আদায়ের নোটিশ দেয়া হয়েছে, যা গ্রহণযোগ্য নয়।

আদেশে আরও বলা হয়েছে, সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে বেতনসহ অন্যান্য পাওনা স্ব স্ব মাসেই গ্রহণ করতে হবে। একসঙ্গে একাধিক মাসের পাওনা অগ্রিম গ্রহণ করা যাবে না।

Check Also

৪৬তম বিসিএস প্রিলির ফল পুনরায় প্রকাশে উত্তীর্ণ ২১৩৯৭

শেরপুর নিউজ ডেস্ক: ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল পুনরায় প্রকাশ করা হয়েছে। এতে মোট ২১ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + eighteen =

Contact Us