Home / বগুড়ার খবর / শিবগঞ্জ / বগুড়ার সকল পূজা মন্ডপ সিসি টিভির আওতায় আনা হবে- জেলা প্রশাসক

বগুড়ার সকল পূজা মন্ডপ সিসি টিভির আওতায় আনা হবে- জেলা প্রশাসক

শেরপুর নিউজ:বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটালে, সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। সনাতন ধর্মের সর্ববৃহত উৎসব শারদীয় দূর্গাপূজা যেন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয় সেজন্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে পূজা মন্ডপগুলোতে সিসি টিভি ফুটেজের আওতায় আনা হবে। যে সকল পূজা মন্ডপে সিসি টিভি ব্যবস্থা করতে পারবেনা প্রয়োজন হলে তাদেরকে আর্থিক ভাবে সহযোগিতা করা হবে।

বাংলাদেশের বিদ্যমান আন্তঃধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে দৃঢ় রাখতে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়াজনে সামাজিক সম্প্রীতি সমাবেশে মঙ্গলবার পরিষদের অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, ইউপি চেয়ারম্যান এবিএম শাহজাহান চৌধুরী, মহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, আহসান হাবিব সবুজ, রেজাউল করিম সঞ্চল, শফিকুল ইসলাম শফি, সহিদুল ইসলাম সহিদ, আসিফ মাহমুদ মিল্টন, উপজেলা ঈমাম কমিটির সভাপতি মাওঃ আলমগীর হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রাম নারায়ণ কানু, সাংবাদিক আব্দুর রউফ রুবেল, সোহেল আক্তার মিঠু ও সোহেল রানা মিন্টু ।

এর আগে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে নব-নির্মিত শহীদ মিনারের উদ্বোধন করেন। পরে ভিক্ষুকদের পুনর্বাসন করার লক্ষ্যে ৪টি স্টল হস্তান্তর ও নারীদের মাঝে সেলাই মেশিন এবং প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও বিহার ইউনিয়নে পারলক্ষ্মীপুর আশ্রয়ন প্রকল্প ও রায়নগর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।

Check Also

বগুড়ায় ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দেয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক: ফরিদপুরের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট প্রদান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − two =

Contact Us