শেরপুর নিউজ: ২০০৮ সালে জনগণের বিপুল ভোটে বিজয়ী হয়ে সরকারে এসে দেশের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন শেখ হাসিনা। টানা তিন মেয়াদে একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়ন করে বদলে দিয়েছেন দেশের চিত্র। দেশি-বিদেশি ষড়যন্ত্র প্রতিহত করে নিজস্ব টাকায় পদ্মা সেতু করেছেন। গত বছরের ২৫ জুলাই উদ্ধোধনের ৯ মাস পর পদ্মা সেতুতে রেল যোগাযোগ শুরু হলো আজ।
ট্রেনটি মাওয়া থেকে যাত্রা করে ঠিক দুপুর একটায়। সেতুতে আসতে সময় লাগে ছয় মিনিট। আর সেতু পেরিয়ে যেতে সময় লাগে ১১ মিনিট। স্বপ্নের মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে জাতির ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে যেন কেউ না পারে সেজন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
পদ্মা সেতুর মাওয়া স্টেশন প্রান্তে উদ্বোধনী অনুষ্ঠানের সুধী সমাবেশে আয়োজন করা হয়। বেলা ১১টায় এই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
লাল সবুজ শাড়ি, লাল মুজিব কোট পরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানাকে নিয়ে অনুষ্ঠানেস্থলে উপস্থিত হন ঠিক ঘড়ির কাঁটা তখন ১১টা। সবাই স্লোগানে স্লোগানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। এ সময় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গন।
বেলা ১২টা ৪ মিনিটে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব, জাতীয় চার নেতা, লাখো মুক্তিযোদ্ধা , সব শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশকে যখনই মাথা উঁচু করে দাঁড় করানোর চেষ্টা করেছিলেন বঙ্গবন্ধু, তখনই তাকে নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হয়। বিএনপির কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, তারা তো কোনো উন্নয়ন করেনি।
প্রধানমন্ত্রী বলেন, আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। সড়ক, রেল সবকিছুতেই উন্নয়ন করেছে সরকার। ডুয়েল গেজ, ব্রড গেজ বাড়ানো হয়েছে। তিন চার বছরের মধ্যে রেল যোগাযোগ আরো বাড়বে। মানুষের জীবনযাত্রা আরো উন্নয়ন হবে। ট্রান্স এশিয়ার সঙ্গে বাংলাদেশকে যুক্ত করাই আমাদের উদ্দেশ্য। স্মার্ট বাংলাদেশের সবকিছুই স্মার্ট হবে।
তিনি বলেন, পরিবেশ ঠিক রাখাই আমাদের লক্ষ্য। পরিবেশবান্ধব নেটওয়ার্ক করছি। জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। কিন্তু রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ চলছে। এক ইঞ্চি জমিও যেন ফাঁকা না থাকে।
বক্তব্যে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন সরকার প্রধান। বলেন, দেশ এগিয়ে নেয়াই আমাদের লক্ষ্য। ২০৪১ সালের বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি। এখন দক্ষ জনশক্তি করে স্মার্ট বাংলাদেশ গড়বো।
তিনি বলেন, দেশে কোনো হতদরিদ্র মানুষ থাকবে না। কোনো গৃহহীন মানুষ থাকবে না। এটিই আমাদের লক্ষ্য। দেশকে এগিয়ে নিয়ে যাওয়া।দেশ পিছিয়ে থাকবে না। কারো কাছে মাথা নত করে নয়, মাথা উঁচু করে চলবে, এটাই লক্ষ্য।
পদ্মা সেতুর নানামুখী ষড়যন্ত্রের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, বাঙালিকে কেউ দাবায়া রাখতে পারবা না। কেউ পারেনি। নিজের টাকায় পদ্মা সেতু করেছি। জাতির কাছে অনুরোধ, জাতির ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সেদিকে খেয়াল রাখুন। সুইচ অন করে রেলগাড়ি অন করেন প্রধানমন্ত্রী।
মঞ্চে আরো ছিলেন রেল মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান এ বি এম ফজলে করিম চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, সেনাবাহিনীর প্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ, রেল সচিব, রেলের মহাপরিচালক ড. হুমায়ুন কবির এবং চীনের রাষ্ট্রদূত। অনুষ্ঠানে রেলপথের উন্নয়ন ও প্রসার নিয়ে একটি ভিডিও চিত্র দেখানো হয়। ওই ভিডিও চিত্রে পদ্মা সেতু প্রকল্পের রেলপথের নির্মাণ শৈলীও তুলে ধরা এবং সুবিধাভোগী মানুষের অনুভূতি তুলে ধরা হয়। জানানো হয়, রেলপথের দুইধারে ১০ লাখ বৃক্ষ রোপন করা হয়েছে। এই রেল যোগাযোগের মাধ্যমে জিডিবি বাড়বে ১ শতাংশ।