শেরপুর নিউজ: বগুড়ার শেরপুরে হতদরিদ্রদের ভাতার কার্ড ও জীবন বিমা করে দেওয়ার কথা বলে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে দুই ইউপি সদস্যের (মেম্বার) বিরুদ্ধে। এই ঘটনায় মঙ্গলবার (১০অক্টোবর) ভুক্তভোগীদের পক্ষ থেকে ইউপি চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযুক্ত ইউপি সদস্যরা হলেন- উপজেলার খামারকান্দি ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) নজরুল ইসলাম ফকির ও এক নম্বর ওয়ার্ডের সদস্য মো. বাবু মিয়া। তবে টাকা আত্মসাতের বিষয়টি মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন তারা।
অভিযোগে জানা যায়, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, গর্ভবর্তী ভাতা, ভিজিএফ ও ভিজিডি কার্ড করে দেওয়ার কথা করে ইউপি সদস্য নজরুল ইসলাম ফকির ও বাবু মিয়া যৌথভাবে এক লাখ বাহান্ন হাজার টাকা গ্রহণ করেন। আর নজরুল ইসলামের ছেলে নাজমুল হোসেন বীমা করে দেওয়ার নামে নেয় চল্লিশ হাজার টাকা। স্থানীয় খামারকান্দি এলাকার অর্ধশতাধিক হতদরিদ্র মানুষের নিকট ফারুক সাকিদার নামে এক ব্যক্তি ওইসব টাকা তুলে তাদেরকে দেন। কিন্তু বেশকিছুদিন অতিবাহিত হলেও কোনো ভাতার কার্ড পাননি তারা। তাই ভুক্তভোগীদের পক্ষে ফারুক হোসেন বাদি হয়ে ন্যায় বিচার প্রার্থনা করে অভিযুক্ত মেম্বারদের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানের লিখিত অভিযোগটি করেন।
অভিযোগ কারী ফারুক সাকিদার বলেন, বিভিন্ন ভাতার কার্ড করে দেওয়া হবে-মর্মে জানিয়ে আমাকে এলাকার হতদরিদ্রদের নিকট থেকে দুই হাজার থেকে তিন হাজার করে টাকা তুলতে বলেন। ওই দুই মেম্বারের কথা অনুযায়ী টাকা উত্তোলন করে তাদের দেই। কিন্তু বেশকিছুদিন সময় পার হয়ে গেলেও কার্ডের কোনো হদিস নেই। এমনকি কার্ডের কথা বললে বিভিন্ন রকম তালবাহানা করছেন তারা। এছাড়া একই কায়দায় মেম্বারের ছেলে নাজমুল দ্বিগুণ লাভ ও সব মানুষের বীমা করা বাধ্যতামূলক ঘোষণা দিয়ে উক্ত পরিমান টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
জানতে চাইলে অভিযুক্তদের পক্ষে ইউপি সদস্য নজরুল ইসলাম ফকির অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে বলেন, আমি কোনো টাকা নেয়নি। আমাদের নামে কে বা কারা টাকা উত্তোলন করেছেন তাও জানা নেই। এছাড়া আমার ছেলে এনজিওতে চাকরি করেন, তার সঙ্গে কোনো লেনদেন থাকলেও থাকতে পারে সেটিও জানা নেই বলে মন্তব্য করেন তিনি। খামারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মোমিন মহসিন অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে সাংবাদিকদের বলেন, এই বিষয়ে অচিরেই উভয়পক্ষকেই পরিষদে ডাকা হবে। সেখানেই বিষয়টি সমাধান হয়ে যাবে বলে জানান।
Check Also
শেরপুরে প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান
শেরপুর নিউজ : বগুড়ার শেরপুর রামেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা খাতুনকে অবসর জনিত …