শেরপুর নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া -৫ (শেরপুর -ধুনট) আসনের আওয়ামী লীগের মনোনীত এমপি প্রার্থী বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মজিবর রহমান মজনু বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি নৌকা প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ১৬৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামি ঐক্যজোটের মনোনিত প্রার্থী নজরুল ইসলাম মিনার প্রতিক নিয়ে পেয়েছেন ৪ হাজার ১০৫ ভোট। এছাড়া জাসদ মনোনিত প্রার্থী রাসেল মাহমুদ প্রতিক মশাল পেয়েছেন ১ হাজার ৬ ভোট, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মামুনুর রশিদ প্রতিক ডাব পেয়েছেন ২ হাজার ৪১৫, বিএনএফের প্রার্থী আলী আসলাম হোসেন রাসেল প্রতিক টেলিভিশন পেয়েছেন ২ হাজার ১৯১।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো: সুমন জিহাদী বলেন,শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে।এই উপজেলায় ৯৯টি কেন্দ্রে সকাল ৮ থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। শেরপুরে শতকরা ৪১.৫০ ভোট এবং ধুনট উপজেলায় ২৮শতাংশ ভোট পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানা গেছে।