শেরপুর নিউজ ডেস্ক: গত কয়েক সংসদে দাপটের সঙ্গে রাজত্ব করেছেন এমন অনেক হেভিওয়েট প্রার্থীও দ্বাদশ সংসদ নির্বাচনে তরি ডুবিয়েছেন। কেউ কেউ স্বতন্ত্র প্রার্থীর কাছে বিপুল ভোটে পরাজিত হয়েছেন। আবার কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবেও বিপুল ভোটে হেরে গেছেন। এদের মধ্যে কারো কারো ক্ষেত্রে মন্ত্রী-প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকাকালে জনবিচ্ছিন্ন হয়ে পড়ার প্রতিফলন নির্বাচনের ফলাফলে ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
হেরে যাওয়াদের মধ্যে অন্যতম হচ্ছেন- জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বীরউত্তম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী ড. আবদুস সোবহান গোলাপ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও মহাসচিব তৈমুর আলম খন্দকার, কণ্ঠশিল্পী মমতাজ বেগম, বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী। এছাড়াও একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য কয়েকজন এবার বিপুল ভোটে পরাজিত হয়েছেন। তাদের কারো কারো আসনে বিজয়ী হয়েছেন নতুন মুখ।
কুষ্টিয়া-২ (মিরপুর ও ভেড়ামারা) আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে গেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ১৪ দলীয় জোটের অংশ হিসেবে নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৩৬ হাজার ৭৩১ ভোট। অধিকাংশ কেন্দ্রেই ফল বিপর্যয় ঘটেছে ইনুর। তার আসনে ৪১ হাজার ২৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন। রাজশাহী-২ আসনে হেরে গেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী ফজলে হোসেন বাদশা। স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশার কাছে তিনি ২৩ হাজার ৭১৮ ভোটের ব্যবধানে পরাজিত হন। স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশা কাঁচি প্রতীকে ৫৬ হাজার ১৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত
হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ফজলে হোসেন বাদশা নৌকা প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ৪২৩ ভোট। ২০০৯ ও ২০১৪ সালে ফজলে হোসেন বাদশা জিতলেও এবার তিনি হারের মুখ দেখলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচিত আসনগুলোর মধ্যে একটি হচ্ছে হবিগঞ্জ-৪। এই আসনে মুখোমুখি হন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ও সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। অবশেষে সুমনের কাছে পরাজিত হলেন মাহবুব আলী। চুনারুঘাট ও মাধবপুর উপজেলা মিলিয়ে এই আসনে মোট ভোটকেন্দ্র ১৭৭টি। বেসরকারিভাবে ঘোষিত সব কেন্দ্রের ফল অনুযায়ী ব্যারিস্টার সুমনের কাছে ১ লাখ ৫১ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন মো. মাহবুব আলী। ঈগল প্রতীকে ব্যারিস্টার সুমন পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ভোট। অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থী টানা দুবারের সংসদ সদস্য বর্তমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী নৌকা প্রতীকে পেয়েছেন মাত্র ৪৭ হাজার ভোট। এই আসনে সজ্জন হিসেবে পরিচিত ছিলেন দুবারের সংসদ সদস্য মাহবুব আলী। এবার তিনি তৃতীয়বারের মতো নির্বাচন করেছেন।
অপরদিকে ব্যারিস্টার সুমন ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি মনোনয়ন না পেয়ে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। তবে গত তিন দশকের ছয়টি নির্বাচনের তথ্যের হিসাব নৌকার জয়গানের কথাই বলছে। এবার এতে ধাক্কা দিয়েছে সুমনের ঈগল। আগের ছয় নির্বাচনে আসনটি মাত্র একবারই আওয়ামী লীগের বাইরে গেছে। মাধবপুর উপজেলায় অবস্থান দুর্বল হলেও চুনারুঘাট উপজেলাকে আওয়ামী লীগের ‘ঘাঁটি বা দুর্গ’ বলা যায়। মাহবুব আলীর বাড়ি মাধবপুরের বানেশ্বর গ্রামে আর ব্যারিস্টার সুমনের বাড়ি চুনারুঘাটের বড়াইল গ্রামে। দ্বাদশ জাতীয় নির্বাচনে এবার আটজন প্রতিদ্ব›িদ্বতা করলেও এ দুজনের প্রচারে জমে উঠেছিল নির্বাচনী এলাকা। পাশাপাশি দুই প্রার্থীরই আওয়ামী লীগ সংশ্লিষ্টতা থাকায় উভয় উপজেলার নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে প্রচার চালিয়েছেন। তবে ভোটাররা ব্যারিস্টার সুমনকে নিয়ে বাড়তি আগ্রহ দেখিয়েছেন।
ঢাকা-১৯ আসনের আওয়ামী লীগ প্রার্থী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান পরাজিত হয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে পরাজিত করে বিজয়ী হয়েছেন। সাত বারের এমপি আনোয়ার হোসেন মঞ্জু জানিয়েছেন, ‘অবশ্যই নির্বাচন সঠিক হয়েছে।’ যশোর-৫ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী স্বপন ভট্টাচার্য হেরে গেছেন। তিনি ভোট পেয়েছেন ৭২ হাজার ৩৩২। তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী ঈগল প্রতীকের প্রার্থী ইয়াকুব আলী পেয়েছেন ৭৭ হাজার ৪৬৮ ভোট।
নির্বাচনে হেরে মুষড়ে পড়েছেন তৃণমূল বিএনপির শীর্ষ নেতারা। দলের চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সিলেট-৬ আসনে এবং মহাসচিব তৈমূর আলম খন্দকার নারায়ণগঞ্জ-১ আসন থেকে সোনালি আঁশ মার্কায় প্রার্থিতা করে হেরেছেন। চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বলেন, ‘আমাদের কোনো প্রার্থী জিতেনি। আর নির্বাচন নিয়ে কোনো কথা বলব না। আমাদের যারা প্রার্থিতা করেছেন, তাদের সঙ্গে কথা বলে দলের অবস্থান জানাবো।’ মুন্সীগঞ্জ থেকে নির্বাচন করে হেরে গেছেন বিকল্পধারার বর্তমান এমপি মাহী বি চৌধুরী।
এছাড়া টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীরউত্তম) পরাজিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী অনুপম শাহজাহান জয়ের কাছে। রংপুর-১ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামানের কাছে হেরে গেছেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর, হরিরামপুর ও সদরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে হেরে গেছেন তিনবারের এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম। সিলেট-৬ আসনে বিপুল ভোটের ব্যবধানে হেরেছেন তৃণমূল বিএনপির প্রার্থী শমসের মবিন চৌধুরী। আসনটিতে ১৬ হাজার ৪৮৬ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে নৌকা প্রতীকের নুরুল ইসলাম নাহিদ। মাদারীপুর-৩ (সদর একাংশ, কালকিনি ও ডাসার) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আবদুস সোবহান ওরফে গোলাপকে বিপুল ভোটে পরাজিত করেছেন স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) তাহমিনা বেগম।