শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা পুনর্নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ ছাড়া ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ, মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ ও ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক সাহা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। খবর বাসসের
শেখ হাসিনাকে লেখা চিঠিতে চীনের প্রেসিডেন্ট বলেছেন, ‘তাঁর দেশের সরকার ও জনগণের পক্ষ থেকে এবং নিজের পক্ষ থেকে আমি আপনাকে উষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি।’ তিনি বলেন, ‘চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের প্রতিষ্ঠিত বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে গত ৪৯ বছরে আমাদের উভয় দেশই সব সময় একে অপরকে সম্মান ও একে অপরের সঙ্গে সমান আচরণ করে এবং পারস্পরিক সুবিধা অর্জন ও উভয় পক্ষ সমানভাবে লাভবান হয়েছে।’ চীনের প্রেসিডেন্ট শেখ হাসিনার সুস্বাস্থ্য, ফলপ্রসূ কর্মজীবন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য কামনা করেন।
রাশিয়ার প্রেসিডেন্ট
প্রধানমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে পুতিন বলেন, ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের চেতনায় বিকশিত হয়ে আসছে। আশা করি, সরকারপ্রধান হিসেবে আপনার কার্যক্রম আমাদের দেশের জনগণের সুবিধার জন্য গঠনমূলক দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করতে আরও অবদান রাখবে।’ রুশ প্রেসিডেন্ট শেখ হাসিনার সাফল্য, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।
ব্রুনাইয়ের সুলতান
শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ বলেন, ‘আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার পুনর্নিযুক্তির জন্য আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনে অনেক অগ্রগতি অর্জন করেছে। আমি আপনার সাফল্য কামনা করছি।’
মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট
মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই অভিনন্দন জানান। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা নাশিদ নির্বাচনের প্রশংসা করে বলেছেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলকভাবে অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের ব্রিফ করেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী দু’দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এক অভিনন্দন বার্তায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা লিখেছেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে আওয়ামী লীগের বিজয়ের জন্য আমি আপনাকে এবং বাংলাদেশের সব নাগরিককে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।’ তিনি বলেন, আমি মনে করি এই বিজয় উপমহাদেশে শান্তি ও অগ্রগতির পথ প্রশস্ত করবে। এই বিজয় বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব আরও জোরদার করবে।
বিমসটেক ও নিপ্পন ফাউন্ডেশন
শেখ হাসিনাকে আরও অভিনন্দন জানিয়েছে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক) ও নিপ্পন ফাউন্ডেশন।