শেরপুর নিউজ : মোবাইল ফোনে গেমস খেলতে বারণ করায় মায়ের ওপর অভিমান করে বগুড়ার শেরপুরে এক যুবক (২৩) আত্মহত্যা করেছে।
শুক্রবার (১৯ জানুয়ারী) দুপুরের দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতালে পাঠিয়েছে।
নিহত ওই যুবকের নাম মো. আল আমিন বাবু (২৩)। সে শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের খানপুর স্কুলপাড়া গ্রামের মে. ছদরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, একাদশ শ্রেণি পাশ করে সে ঢাকায় গার্মেন্টেসে চাকুরী করতো। কয়েকদিন পুর্বে সে বাড়ি ফেরে। তার মা আলেয়া খাতুন তাকে মোবাইল ফোনে গেমস খেলতে বারণ করে সে মায়ের ওপর অভিমান করে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাতের খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে।
শুক্রবার (১৯ জানুয়ারী) সকাল সাড়ে ৬টার দিকে বাড়ির উঠানের আমগাছে তার ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। গলায় গামছা পেঁচিয়ে সে আত্মহত্যা করেছে পরিবারের লোকজনের ধারণা।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম জানান, তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ায় হাসপাতালে পাঠানো হয়েছে।