ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে আদালতের আদেশ অমান্য করে রায়হান সরকার নাম এক ব্যবসায়ীর বিরুদ্ধে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আদালত থেকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করা হয়েছে। ব্যবসায়ী রায়হান সরকার উপজেলার চিথুলিয়া গ্রামের চাঁন মিয়া সরকারের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার গোসাইবাড়ি গ্রামের আব্দুল ফকিরের ছেলে হাসেন আলী ফকিরের গোসাইবাড়ি বাজারে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেখানে তিনি দীর্ঘদিন ধরে ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকেন। হাসেন আলীর ব্যবসা প্রতিষ্ঠানের পাশেই রায়হান সরকারের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
সম্প্রতি রায়হান সরকার তার ব্যবসা প্রতিষ্ঠান উন্নয়নের নামে পাশের ব্যবসায়ী হাসেন আলীর জায়গা বেদখল করে স্থাপনা নির্মান কাজ শুরু করেন।
এ বিষয়ে স্থানীয় ভাবে বিচার না পেয়ে ১৬ জানুয়ারি হাসেন আলী বাদি হয়ে রায়হান সরকারের বিরুদ্ধে বগুড়া সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। বিচারক ২৩ জানুয়ারী পর্যন্ত বিবদমান জায়গার উপর স্থিতিবস্থার আদেশ দেন। আদালতের আদেশ অমান্য করে রায়হান সরকার ওই জায়গায় স্থাপনা নির্মান কাজ চলমান রেখেছেন।
এ বিষয়ে ব্যবসায়ী রায়হান সরকার বলেন, আইনজীবীর মাধ্যমে কারণ দর্শানোর নোটিশের জবাব বৃহস্পতিবার আদালতে দাখিল করা হয়েছে। হাসেন আলীর জায়গা বেদখলের অভিযোগ সঠিক না। আমি আমার জায়গায় স্থাপনা নির্মানের কাজ করছি।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, গোসাইবাড়ি বাজারে ব্যবসা প্রতিষ্ঠানের জায়গা নিয়ে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধের কথা শুনেছি। তবে এ বিষয় কোন পক্ষই থানায় অভিযোগ করেনি। লিখিত অভিযোগ কিংবা আদালতের আদেশ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শেরপুর নিউজ ডেস্ক: