প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সারা দেশের ন্যায় বগুড়াতে অনুষ্ঠিত হয়েছে সুবর্ণজয়ন্তী ডে-ক্যাম্প।
সরকারি আজিজুল হক কলেজে শনিবার (২৭ জানুয়ারি) বগুড়া জেলার বিভিন্ন গ্রুপের প্রায় ৮ শতাধিক রোভার ও রোভার লিডার এই ডে-ক্যাম্পে অংশগ্রহণ করে।
পতাকা উত্তোলন অনুষ্ঠানে শান্তির প্রতিক পায়রা অবমুক্ত করার মধ্য দিয়ে ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি ও সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার কামাল হাসান।
এসময় বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নিলুফা ইয়াসমিন, সরকারি শাহ সুলতান কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ শহিদুল আলম, বগুড়া জেলা রোভারের সহ-সভাপতি ও সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ জনাব জহুরা ওয়াহেদা রহমান, জনাব ফজলে রাব্বি এল.টি, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনা ও লিডার ট্রেনার আব্দুল ওয়াহেদ, নিলুফা ইয়াসমিন এল.টি, ডে-ক্যাম্পের ভিলেজ চিফ আরিফুর রেজা এ.এল.টি, জেলা রোভারের কোষাধক্ষ্য আতিকুল আলম, জেলা রোভার স্কাউট লিডার সৈয়দ মোস্তফা কামল, সকল সহকারী কমিশনারবৃন্দ, বিভিন্ন কলজের অধ্যক্ষ ও রোভার লিডারবৃন্দ। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা রোভারের সহ-সভাপতি স্কাউটার জহুরা ওয়াহেদা রহমান এবং স্কাউট পতাকা উত্তোলন করেন বগুড়া জেলা রোভারের কমিশনার স্কাউটার মো: আবদুল মালেক। পতাকা উত্তোলণ অনুষ্ঠান পরিচালনা করে জেলা রোভারের সম্পাদক মোহাম্মাদ এমদাদুল হক। এরপর উপস্থিত অতিথিবৃন্দ, স্কাউট ব্যক্তিত্ব ও রোভার স্কাউটদের অংশগ্রহণে বর্ণাঢ়্য র্যালি বের হয়। যা কলেজ ক্যাম্পাস হতে শহরর প্রাণকেন্দ্র সাতমাথা প্রদক্ষিণ করে আবারো সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে ফিরে আসে।
অফাবৎঃরংবসবহঃ
র্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অতিথিবৃন্দের বক্তব্যের পাশাপাশি রোভার অঞ্চল ও বগুড়া জেলা রোভাবের রোভারিং কার্যক্রমের ভিডিও ডকুমেন্টরি প্রদর্শন করা হয় আলোচনা সভায়।
এরপর সাব-ক্যাম্প ভিত্তিক চলতে থাকে প্রাথমিক প্রতিবিধান, পাইওনিয়ারিং, অনুমান ও পর্যবেক্ষণ, কোড এন্ড সাইফার বিষয়ে স্কাউট দক্ষতামূলক প্রশিক্ষণ। সাব-ক্যাম্পের প্রশিক্ষণ শেষে রোভার স্কাউটরা অংশ নেয় তাঁবু জলসায়। জেলা রোভারের যুগ্ম-সম্পাদক হাসান আলীর পরিচালনায় তাঁবু জলসায় নৃত্য, জারি গান ও দেশাত্ববোধন গীতি নৃত্যে অংশগ্রহণ করে বিভিন্ন গ্রুপের রোভার স্কাউটরা। এর মাঝে সরকারি আজিজুল হক কলেজ বাধন ইউনিটের সহায়তায় দিনভর চলতে থাকে ফ্রি ব্লাড গ্রুপিং। দিন শেষে অশগ্রহণকারীদের সনদপত্র বিতরণ এবং জাতীয় ও স্কাউট পতাকা নামানোর মধ্য দিয়ে ডে-ক্যাম্পের সমাপ্তি হয়।