শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে মাদক সেবনের অপরাধে ৫ জন মাদক সেবীকে ২ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের রনবীরবালা এলাকায় তাদের আটকের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন জিহাদী এই দন্ডাদেশ দেন। মাদক সেবীরা হলেন, কুসুম্বি ইউনিয়নের বাগড়া কলোনী গ্রামের জামাল শেখের ছেলে আমজাদ হোসেন রাফি (২৪), ওই ইউনিয়নের বনমরিচা মধ্যপাড়া গ্রামের মৃত আবু সাঈদের ছেলে আতিক (২১), উপজেলার দারকিপাড়া এলাকার আল আমিনের ছেলে মহসিন (২০), বগুড়া সদর উপজেলার চকসুত্রাপুর এলাকার মৃত উকিল উদ্দিনের ছেলে তাজ উদ্দিন (৬০), এই উপজেলার বইরা বটতলা গ্রামের দুলাল হোসেনের ছেলে রতন (৩০)।
এ সময় উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম, উপজেলা প্রকৌশলী লিয়াকত আলী, প্রাথমিক শিক্ষা অফিসার কামরুল হাসান, পিআইও সামছুন্নাহার শিউলী প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।