শেরপুর নিউজ : বগুড়ার শেরপুর উপজেলা পরিষদের নির্মাণাধীন সীমানা প্রাচীরের অংশ বিশেষ ভাংচুরের অভিযোগ উঠেছে।
রবিবার (৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে শেরপুর উপজেলা পরিষদের সীমানা প্রাচীরের অংশে এই ঘটনা ঘটে।
দুর্বৃত্তরা নির্মাণাধীন সীমানা প্রাচীরের ১২ বর্গফুট ইট ভাংচুর করেছে। খবর পেয়ে শেরপুর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন, শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সুমন জিহাদী, সহকারি কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম, উপজেলা প্রকৌশলী লিয়াকত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সুমন জিহাদী জানান, বগুড়ার শেরপুর উপজেলা পরিষদের চারপাশে সীমানা প্রাচীর না থাকায় এই এলাকায় মাদকসেবনসহ নানা অসামাজিক কার্যকলাপ চলতো। বর্তমানে উপজেলা পরিষদের অর্থায়নে ঠিকাদারী প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর নির্মাণের কাজ শেষ পর্যায়ে। এরই মধ্যে রবিবার রাতে অজ্ঞাত ব্যক্তিরা সীমানা প্রাচীরের অংশ বিশেষ ভেঙ্গে ফেলেছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম জানান, উপজেলা পরিষদের সীমানা প্রাচীর ভাংচুরের বিষয়ে শেরপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।