সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / ‘জাতীয় সংসদ গণমাধ্যম বান্ধব’-স্পীকার

‘জাতীয় সংসদ গণমাধ্যম বান্ধব’-স্পীকার

শেরপুর নিউজ ডেস্ক: জাতীয় সংসদকে গণমাধ্যম বান্ধব উল্লেখ করে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, সারা বিশ্ব অবাধ তথ্য প্রবাহের সময় অতিক্রম করছে। বাংলাদেশও কোনো অংশে পিছিয়ে নেই।

তিনি বলেন, প্রতি মুহূর্তের সংবাদ পরিবেশন, সংবাদ সম্মেলন ও বিভিন্ন প্রশিক্ষণের জন্য মিডিয়া সেন্টার একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ক স্টেশন।

বৃহস্পতিবার (৮ই ফেব্রুয়ারি) সংসদ ভবনে সংস্কারোত্তর মিডিয়া সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, গণমাধ্যম প্রতিনিধিদের সহযোগিতার জন্য মিডিয়া সেন্টারকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী জাতীয় সংসদের চীফ হুইপ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এসময় স্পিকার বলেন, পার্লামেন্ট বিটের সাংবাদিকবৃন্দ বাংলাদেশের সংবিধান ও জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি নিবিড়ভাবে অধ্যয়ন ও পর্যালোচনা করে সংসদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সংবিধানের মূলনীতি ও মুক্তিযুদ্ধের চেতনা অক্ষুণ্ণ রেখে গণমাধ্যম জনমত গঠনে একটি কার্যকরী মাধ্যম।

চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, এমপি বলেন, সংসদীয় কমিটি বৈঠকের নির্ভূল সংবাদ প্রচারের স্বার্থে, মিটিং শেষ হওয়ার পর কমিটির সদস্যগণ যেন মিডিয়া সেন্টারে এসে প্রেস ব্রিফিং করেন সেটি নিশ্চিত করতে মিডিয়াকর্মীদেরও এগিয়ে আসতে হবে।

এ অনুষ্ঠানে সংসদ সদস্য, জাতীয় সংসদ সচিবালয়ের বিভিন্ন অনুবিভাগ ও অধিশাখার প্রধান, পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংবাদিক, গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিরাসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Check Also

জুরাইনে পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষ

শেরপুর নিউজ ডেস্ক: রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় পুলিশের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =

Contact Us