সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / ১৫৭ দেশে যাচ্ছে বাংলাদেশের ওষুধ

১৫৭ দেশে যাচ্ছে বাংলাদেশের ওষুধ

শেরপুর নিউজ ডেস্ক: মোট চাহিদার ৯৮ শতাংশ ওষুধ এখন দেশেই উৎপাদিত হয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র এমপি সাইফুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে উৎপাদিত প্রায় সব ওষুধই রপ্তানি হচ্ছে। বিশ্বের ১৫৭টি দেশে ওষুধ রপ্তানি করা হচ্ছে। ওষুধশিল্পে আমাদের উত্তরোত্তর উন্নতি হচ্ছে।

ওষুধ রপ্তানিতে সরকার প্রণোদনা দিচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, দেশে উৎপাদিত ওষুধ বিদেশে রপ্তানিতে উৎসাহিত করতে সরকারিভাবে প্রণোদনা দেয়া হচ্ছে। এর অংশ হিসেবে চলতি বছর ১০ শতাংশ হারে প্রণোদনা দেয়া হচ্ছে।

এ সময় এমপি আনোয়ার হোসেন খানের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত ৬ মাসে প্রায় ৫ হাজার ৯০০ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার ৯০৩ টাকার ওষুধ রপ্তানি হয়েছে।

Check Also

৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

শেরপুর নিউজ ডেস্ক: থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + eleven =

Contact Us