সর্বশেষ সংবাদ
Home / অর্থনীতি / কমেছে জিরার দাম

কমেছে জিরার দাম

শেরপুর নিউজ ডেস্ক: দিনাজপুরের হাকিমপুর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে নতুন জিরার আমদানি বৃদ্ধি পেয়েছে। ফলে খুচরা বাজারে কেজিপ্রতি দাম কমছে ৪০০ টাকা। দুই মাস আগে ১১২০ টাকা কেজি বিক্রি হলেও এখন তা ৭২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে হিলি বাজারের মসলা ব্যবসায়ীদের সাথে কথা বললে তারা জানান, ভারতে নতুন জিরা উঠায় বন্দর দিয়ে আমদানি বৃদ্ধি পেয়েছে।

গত দুইমাসে পর্যায়ক্রমে জিরার দাম কমেছে কেজিপ্রতি ৪শ’ টাকা। দাম কমায় খুশি নিম্নআয়ের মানুষেরা। গত বছর ডলার সংকট ও ভারতে জিরার ফলন কম এবং আমদানি কমে যাওয়ার অজুহাতে বাড়তে থাকে দাম।

জানা যায়, গত বছর প্রতিকেজি জিরা বিক্রি হয়েছে ৪০০ থেকে ৪৫০ টাকা দরে। এবার ভারত থেকে আমদানিকৃত ভালো মানের কাকা জিরা ৭২০, বাবা জিরা ৭২০, মধু জিরা ৭২০, অমরিত জিরা ৭২০ টাকা, সোনা জিরা ৭৩০ টাকা ও ডিবিগোল্ড জিরা ৭৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

Check Also

১০০ দিনে সবল অবস্থানে অর্থনীতি: প্রধান উপদেষ্টা

শেরপুর নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ১০০ দিন আগে আর্থিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 8 =

Contact Us