সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শেরপুরে ইউএনও’র অভিযানে ১৫০ বোতল বাংলা মদ উদ্ধার

শেরপুরে ইউএনও’র অভিযানে ১৫০ বোতল বাংলা মদ উদ্ধার

 

শেরপুর ডেস্ক: বগুড়ার শেরপুরে উপজেলা নির্বাহী অফিসার মো: সুমন জিহাদী ভ্রাম্যমাণ আদালত পচিালনা করে ১৫০ বোতল বাংলা মদ উদ্ধার করলেন। ১৩ ই ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১১.৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর উপজেলার গেট সংলগ্ন (রামচন্দ্রপুরপাড়া) স্থানে লালজি বাশফোঁড় এর বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের এক অভিযান পরিচালনা করেন। অভিযানের প্রথম পর্যায়ে বাড়ির বিভিন্ন প্রান্তে পুলিশ সদস্যগণ আইন অনুযায়ী তল্লাশি কার্যক্রম পরিচালনা করেন। প্রাথমিক ভাবে কিছু পাওয়া না গেলেও পরবর্তীতে সরু একটি টানেল ধরে এগিয়ে গেলে সেখানে বিভিন্ন সফট ড্রিংসের বোতল পাওয়া যায়। সবগুলো বোতল মিলে প্রায় ১৫০ (একশত পঞ্চাশ) টি প্ল­াস্টিক বোতল হবে বলে জানান পুলিশ সদস্যগণ। বাংলা মদগুলো পেপসি, মোজো, সেভেন আপ, স্পিড সহ নানা ব্রান্ডের সফট ড্রিংসের বোতলে ঢোকানো হয়েছিল।
এ সময় শ্রী হৃদয় বাশফোঁড় (২১), পিতা: মৃত লাল জি বাশফোঁড়, সাং- রামচন্দ্রপুরপাড়া এবং সুজয় সরকার (১৮), পিতা- সুদর্শন সরকার, সাং- গোসাইপাড়া, শেরপুর, বগুড়াগণকে হাতে নাতে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে এগুলো সে নিজে সেবন করে ও বন্ধু বান্ধবের কাছে বিক্রি করে বলে জানায়। এছাড়া দোষ স্বীকার ও মাফ করে দেয়ার জন্য কাকুতি মিনতি করতে থাকে অভিযুক্ত শ্রী হৃদয় বাশফোঁড় (২১), এবং সুজয় সরকার (১৮)। তবে অভিযুক্তের মা তিলকী রানী বাড়ির পেছন দিয়ে পালিয়ে যায়। ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সুমন জিহাদী এ সময় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে নয় মাসের কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো পনেরো দিনের কারাদণ্ড প্রদান করেন।
অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান মাদকের বিরুদ্ধে তাদের এ যৌথ অভিযান অব্যাহত থাকবে। এছাড়া যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে উপজেলায় নানা ধরনের খেলাধুলা আয়োজন করা হচ্ছে।

Check Also

শাজাহানপুরে বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন বগুড়ার জেলা প্রশাসক

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শাজাহানপুর উপজেলার সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকান্ড পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + four =

Contact Us