শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে এসএসসি (ভোকশনাল) পরীক্ষার প্রথম দিনে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী ) বেলা ১২টার দিকে শালফা টেকনিক্যাল এন্ড বিএম কলেজ কেন্দ্রে পরীক্ষায় নকল ব্যবহার করায় ৩ জন পরীক্ষার্থীকে বহিস্কার, কেন্দ্রসচিবসহ ৬ জন কক্ষ পরিদর্শককে প্রত্যাহার করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সুমন জিহাদী।
শেরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুর ইসলাম জানান, শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের শালফা টেকনিক্যাল এন্ড বিএম কলেজ কেন্দ্রে প্রথম দিনে বাংলা-২ বিষয়ের পরীক্ষা চলাকালে নকল করার অপরাধে হাপুনিয়া মহাবাগ উচ্চ বিদ্যালয়, ধনকুন্ডি শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয় এবং বেলগাছী দাখিল মাদ্রাসার ৩ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। এছাড়া অসদুপায়ে সহযোগিতা করায় ৬ কক্ষ পরিদর্শক এবং কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
অব্যাহতিপ্রাপ্তরা হলেন- ভারপ্রাপ্ত কেন্দ্র সচিব মো. জাহিদুল ইসলাম শান্তা, কক্ষ পরিদর্শক আব্দুর রশিদ, মো. রফিকুল ইসলাম, মো. সোলাইমান আলী, রামচন্দ্র পাল, বিকাশ কুমার ও রোজিনা খাতুন ।
এ ব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. সুমন জিহাদী বলেন, পরীক্ষা দিতে হবে মেধা খাটিয়ে। নইলে পাশের হার বাড়লেও মেধাহীন হয়ে পড়বে জাতি। পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন বা নকল করলে কাউকে ছাড় দেয়া হবেনা। যারা নকল করবে তাদের সহ সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় আনা হবে।