শেরপুর ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল চেন্নাই সুপার কিংসে যোগ দিয়েছেন মুস্তাফিজুর রহমান। আগামী ২২ মার্চ থেকে মাঠে গড়াবে জনপ্রিয় এই টুর্নামেন্টটি। আসন্ন প্রতিযোগিতার জন্য আংশিক সূচিও ঘোষণা করেছে লিগ কতৃপক্ষ। যেখানে প্রথম দিনেই মাঠে নামবে টাইগার পেসারের চেন্নাই।
আগামী ২২ মার্চ প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলতে নামবে চেন্নাই সুপার কিংস। বর্তমান চ্যাম্পিয়নদের জার্সিতে মাঠ মাতানোর কথা রয়েছে বাঁহাতি পেসারের। দেশটির লোকসভা নির্বাচনের কারণে দু সপ্তাহের আংসিক সূচি প্রকাশ করেছে আইপিএল চেয়ারম্যান অরুণ ধামাল। ঘোষিত সূচি অনুযায়ী, প্রত্যেক দল ৪টি করে ম্যাচ পাবে।
২৬ মার্চ ঘরের মাটিতে গুজরাট লাইন্সের বিপক্ষে নামবে চেন্নাই। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নিজেদের তৃতীয় ম্যাচটি বিশাখাপত্তনমে খেলবে এমএস ধোনির দল। ৫ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের মাঠে আথিতেয়তা নেবে বর্তমান চ্যাম্পিয়নরা।
গত আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। এবার দুবাইতে অনুষ্ঠিত মিনি নিলামে ২ কোটি রুপিতে কাটার মাস্টারকে ভিড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। মোট ৫১ দিনের জন্য ভারতের লিগটিতে খেলার অনুমতি পেয়েছে মুস্তাফিজুর রহমান। অর্থাৎ ১২ মে পর্যন্ত বাঁহাতি পেসারকে পাবে চেন্নাই।
মুস্তাফিজ এর আগে আরও ৩টি দলের হয়ে আইপিএল খেলেছেন। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অভিষেক ঘটে দ্য ফিজের। এরপর খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে। আর সর্বশেষ আসরে খেলেছিলেন দিল্লির ক্যাপিটালসের হয়ে। আইপিএলে ৪৮টি ম্যাচ থেকে ৪৭টি উইকেট শিকার করেছেন মুস্তাফিজ।