সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শেরপুরে রহিমা-নওশের আলী অনার্স কলেজে রজত জয়ন্তী উৎসব উদযাপিত

শেরপুরে রহিমা-নওশের আলী অনার্স কলেজে রজত জয়ন্তী উৎসব উদযাপিত

শেরপুর ডেস্ক: বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে ছোনকা রহিমা-নওশের আলী অনার্স কলেজের ২৫বছর পূর্তি উপলক্ষে রজত-জয়ন্তি উৎসব উদযাপিত হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কলেজ প্রাঙণে বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া-০৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু।

এরআগে একটি আনন্দ র‌্যালী বের করা হয়। র‌্যালিটি স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব এ.কে.এম.রেজাউল মোস্তফা তারার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এমপি মজিবর রহমান মজনু বলেন, দল মতের ঊর্ধ্বে থেকে এলাকার উন্নয়নে কাজ করতে চাই। এক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন। এই প্রতিষ্ঠানটি এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে বিশেষ অবদান রাখছে- এমন মন্তব্য করে তিনি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষাখাতকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। তাই শিক্ষার পরিবেশসহ অবকাঠামানো উন্নয়নে পরিকল্পিতভাবে কাজ করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- শেরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহ-সভাপতি আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, আলহাজ্ব শাহজামাল সিরাজী, অধ্যক্ষ স ম হাফিজুল ইসলাম, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা, বগুড়া জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিল্পী বেগম,কলেজের অধ্যক্ষ এস এম আসাদুজ্জামান, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের উপাধ্যক্ষ জাকির হোসেন মামুন।
অনুষ্ঠানের শুরুতেই রজত-জয়ন্তি উৎসব ঘিরে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। এছাড়া ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এদিকে এমপি মজিবর রহমান মজনু অনুষ্ঠান প্রাঙণে এসে উপস্থিত হলে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা ফুলের শুভেচ্ছা জানান। এরপর ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন ছোনকা রহিমা-নওশের আলী অনার্স কলেজের ফটক নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

Check Also

শাজাহানপুরে বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন বগুড়ার জেলা প্রশাসক

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শাজাহানপুর উপজেলার সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকান্ড পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 1 =

Contact Us