সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শেরপুরে দিনে-দুপুরে শিক্ষকের বসতবাড়ি থেকে টাকা-স্বর্ণালংকার লুট

শেরপুরে দিনে-দুপুরে শিক্ষকের বসতবাড়ি থেকে টাকা-স্বর্ণালংকার লুট

শেরপুর ডেস্ক: বগুড়ার শেরপুরে দিনে-দুপুরে মাদ্রাসা শিক্ষকের বসতবাড়ির তালা ভেঙে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ভুক্তভোগী ওই শিক্ষকের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে গ্রিল ও তালা কাটা পার্টি আতঙ্ক দেখা দিয়েছে।

অভিযোগে জানা যায়, উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের হামছায়াপুর গ্রামের বাসিন্দা ও জামুর ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষক মানছুর রহমান শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পরিবারের সবাইকে নিয়ে বসতবাড়িটি তালাবদ্ধ করে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যান। আর এই সুযোগে সংঘবদ্ধ দুর্বৃত্তরা প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এরপর বাড়ির পাঁচটি কক্ষের তালা কেটে সেখানে থাকা আলমারি ও ওয়ারড্রপ খুলে তছনছ করে। সেইসঙ্গে আট ভরি স্বর্ণালংকার, দুইটি মোবাইল ফোন ও নগদ দুই হাজার টাকা লুটে নিয়ে অনেকটা নির্বিঘেœই চলে যায়। একপর্যায়ে নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি এসে প্রধান ফটকের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে ভেতরে গিয়ে মালামাল লুটের বিষয়টি টের পান বলে ওই শিক্ষক অভিযোগে উল্লেখ করেছেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা স্বীকার সাংবাদিকদের বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যেই মালামাল উদ্ধার ও জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Check Also

শাজাহানপুরে বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন বগুড়ার জেলা প্রশাসক

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শাজাহানপুর উপজেলার সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকান্ড পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − ten =

Contact Us