সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন উচ্চতায় নিতে হবে তরুণদের

বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন উচ্চতায় নিতে হবে তরুণদের

শেরপুর নিউজ ডেস্ক: ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, বাংলাদেশ-ভারত সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে তরুণদের এগিয়ে আসতে হবে। গত মঙ্গলবার বাংলাদেশের ১০০ সদস্যের ইয়ুথ ডেলিগেশনের সঙ্গে ভারতের রাষ্ট্রপতি ভবনে সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাসস।

দ্রৌপদী মুর্মু বলেন, ভারতে ইয়ুথ ডেলিগেশনটির উপস্থিতি সহযোগিতা ও বন্ধুত্বের স্থায়ী চেতনা প্রদর্শন করে যা ভারত-বাংলাদেশ সম্পর্ককে সংজ্ঞায়িত করে। তিনি দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সহযোগিতার নতুন ক্ষেত্র খুঁজে বের করতে তরুণ অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশের ১০০ তরুণ গত ২৫ ফেব্রুয়ারি থেকে ভারত সফরে রয়েছেন। তারা আগামী ৪ মার্চ ঢাকায় ফিরবেন। বাংলাদেশ ইয়ুুথ ডেলিগেশন প্রোগ্রাম ২০১২ সালে হাইকমিশন থেকে চালু করা হয়েছিল। এ বছর প্রোগ্রামটি নবমবারের মতো আয়োজন করা হয়েছে। বাংলাদেশ যুব প্রতিনিধি দলে তরুণ পেশাদার সাংবাদিক, ক্রীড়াবিদ, শিল্পী, ডাক্তার এবং প্রকৌশলীসহ অন্যরা অংশ নিয়েছেন।

Check Also

৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

শেরপুর নিউজ ডেস্ক: থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + six =

Contact Us