শেরপুর নিউজ ডেস্ক: বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি দিবসের কুচকাওয়াজ সোমবার পিলখানায় অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন।
রোববার (৩ মার্চ) বিকেলে বিজিবি সদরদপ্তর থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামীকাল সোমবার বর্ডার গার্ড বাংলাদেশ দিবস-২০২৩ এর আনুষ্ঠানিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৯টায় বিজিবি সদর দপ্তরের বীরউত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং আনুষ্ঠানিক কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন। একইসঙ্গে প্রধানমন্ত্রী বিজিবিতে বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বিজিবি সদস্যদের পদক পরিয়ে দেবেন এবং ভাষণ দেবেন।
বিজিবি দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করবে। এ বছর বিজিবি ৭২ জনকে পদক দেওয়া হবে।