শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় দেশ রুপান্তরের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে অপ-সাংবাদিকতা রুখতে ঐক্যবদ্ধ হওয়ার জানিয়েছেন অতিথিরা। সোমবার (৪ মার্চ) বেলা ১২টায় বগুড়া প্রেসক্লাবে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কর্তন ও র্যালীর আয়োজন করা হয়।
বগুড়া জেলা প্রতিনিধি সাখাওয়াত হোসেন জনির পরিচালনায় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, বগুড়া জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি জেএম রউফ, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রানা, বগুড়া রাজাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম, বণিক বার্তার ব্যুরো প্রধান এইচ আলীম, দৈনিক কালের কণ্ঠের ফটো সাংবাদিক ঠান্ডা আজাদ, করতোয়ার ফটোসাংবাদিক শফিকুল ইসলাম শফিক, দেশ রূপান্তর আদমদীঘি প্রতিনিধি নেহাল আহমেদ প্রান্ত।
আলোচনা সভায় বক্তারা বলেন, ৫ বছর খুব বেশি নয়, তবুও সারাদেশে আলোড়ন সৃষ্টি করেছে দেশ রূপান্তর। দেশের মানুষের কাঙ্ক্ষিত খবর তারা তুলে আনছে। গণ মানুষের খবর প্রচার করছে দেশ রূপান্তর। দেশ রূপান্তর মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে। সারাদেশে এখন সাংবাদিকতার নামে কতিপয় লোকজন অপ-সাংবাদিকতা করছে। যাদের কারণে দেশের সর্বত্র প্রকৃত সাংবাদিকরা বিভিন্ন ভাবে তাদের কাজ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই সকলে ঐক্যবদ্ধ হয়ে অপ-সাংবাদিকতা রুখতে হবে। নইলে সমাজে দিন দিন হলুদ সাংবাদিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন দৈনিক করতোয়ার সহকারী সম্পাদক ওয়াসেকুর রহমান বেচান, সিনিয়র সাংবাদিক মুক্তিযোদ্ধা আব্দুল মোত্তালিব মানিক, এটিএন নিউজের উত্তরাঞ্চলের ব্যুরো প্রধান চপল সাহা, প্রতিদিনের বাংলাদেশের বগুড়া ব্যুরো প্রধান মোহন আখন্দ, সমকালের বগুড়া ব্যুরো কাওসার মনির, জনকণ্ঠের ফটো সাংবাদিক শফিউল আজম কমল, যুগান্তরের বগুড়া ব্যুরো নাজমুল হুদা নাসিম, চ্যানেল২৪ এর বগুড়ার স্টাফ রিপোর্টার ফরহাদ শাহী, এশিয়ান টিভির রিপোর্টার রাজু আহমেদ, থিয়েটার কর্মী রবিউল করিম হৃদয়, রাজিব ইসলাম, বগুড়া হোমিও কলেজের প্রভাষক ডাঃ শাহ গাজী, স্থানীয় সাংবাদিক তানসেন আলম, সানাউল হক শুভ, জাফর আহমেদ মিলন, আল আমিন, মামুনুর রশিদ মামুন, কামরুল হাসান কমল, মোয়াজ্জেম হোসেন, রাকিবুল হাসান শান্ত, যাদু লিটন, আলমগীর হোসেন, সাবু ইসলাম, গোলজার হোসেন মিটু, আবু সাইদ হেলাল, রাশেদুল ইসলাম, আব্দুর রহিম জয় সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কর্তন শেষে আনন্দ শোভাযাত্রায় অংশ নেন উপস্থিত সকলে।